Viral Video: সিংহীকে আছাড় মারল মহিষ!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 24, 2023 | 6:15 PM

প্রথমে তারা ভেবেছিল,তাদের শিকার এবার নিজে থেকেই ধরা দিতে আসছে। কিন্তু যখন সেই শিকার সামনে এলে, তখন সিংহী দলের সমস্ত সমীকরণ এক্কেবারে ঘেঁটে ঘ! রণংদেহি মেজাজে ওই মহিষ এসে, প্রথমেই একটি সিংহীকে তুলে এক আছাড় মারে। বাকি সিংহীরা তখন দৃশ্যটা দেখে কী করি, কী করি ভাবছে!মানে অবস্থাটা এমন যেন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি!

একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে দেখা গেল,এক ঝাঁক সিংহী যেন একটা মহিষের ভয়ে কুপোকাত। প্রথমে তারা ভেবেছিল,তাদের শিকার এবার নিজে থেকেই ধরা দিতে আসছে। কিন্তু যখন সেই শিকার সামনে এলে, তখন সিংহী দলের সমস্ত সমীকরণ এক্কেবারে ঘেঁটে ঘ! রণংদেহি মেজাজে ওই মহিষ এসে, প্রথমেই একটি সিংহীকে তুলে এক আছাড় মারে। বাকি সিংহীরা তখন দৃশ্যটা দেখে কী করি, কী করি ভাবছে!মানে অবস্থাটা এমন যেন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি! মহিষটি এসে একটি সিংহীকে এমন ভাবেই তুলে আছাড় মারে যেন সে জ্ঞান হারিয়ে ফেলে। মহিষটাকে সে যতবারই নিয়ন্ত্রণ করতে যায়,ততবারই বেগ পায়। ওই মহিষটি তার শিং দিয়ে সিংহীকে বেশ কয়েক বারই আছাড় মারে। তারপর সেই সিংহী সেখান থেকে মহিষের ভয়ে পালিয়েও যায়। বাকি সিংহীরাও সেখান থেকে কেটে পড়ে! বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামে wildlife_stories_ নামের একটি পেজ থেকেও ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।