Paschim Medinipur: নেই বাস,গুনতে হচ্ছে ১০গুণ ভাড়া!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 19, 2023 | 5:08 PM

একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়ার জন্য দুদিন আগে থেকেই তুলে নেয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। রূটের বাস,বাস না থাকাই চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। গাড়ি না পেয়ে কেউ ফিরছেন বাড়ি,কেউ গাঁঠের মোটা টাকা খরচা করে অন্য গাড়ি ভাড়া করে যাচ্ছেন গন্তব্যের জায়গায়, সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরাও।

একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়ার জন্য দুদিন আগে থেকেই তুলে নেয়া হয়েছে রূটের বাস,বাস না থাকাই চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। গাড়ি না পেয়ে কেউ ফিরছেন বাড়ি,কেউ গাঁঠের মোটা টাকা খরচা করে অন্য গাড়ি ভাড়া করে যাচ্ছেন গন্তব্যের জায়গায়, সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরাও।পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই হালদার দিঘিতে সেই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। ক্ষীরপাই আরামবাগ, ক্ষীরপাই ঘাটাল, ক্ষীরপাই চন্দ্রকোনারোডের সংযোগস্থল হালদারদিঘী মোড়। এই রাজ্য সড়কটি একদিকে বর্ধমান, দুর্গাপুর অন্যদিকে কলকাতা আবার বাঁকুড়া যাওয়ার রাস্তা। একুশে জুলাই শহীদ দিবস তাই যাত্রীবাহী গাড়ির দেখা নেই ।দূরদূরান্ত থেকে যাত্রীরা হালদারদিঘী মোড়ে এসে সমস্যায় পড়ছেন। তাদের বিভিন্ন প্রাইভেট কার বা টোটোতে করে ৪/৫ গুন কোনো ক্ষেত্রে ১০গুণ ভাড়া দিয়ে গন্তব্যস্থলে যেতে হচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন এভাবে ২ দিন কেন আমাদের কর্ম দিবস নষ্ট হবে? সেটা প্রশাসনের দেখা দরকার।