Dhupguri Assembly By Election News: প্রচার শুরু বিজেপির
ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী আজ মনোনয়ন জমা করার আগে নিজে হাতে দেওয়াল লিখে ভোট প্রচার শুরু করলেন ধূপগুড়িতে। আগামী ৫ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন।
ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী আজ মনোনয়ন জমা করার আগে নিজে হাতে দেওয়াল লিখে ভোট প্রচার শুরু করলেন ধূপগুড়িতে। আগামী ৫ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। হাতেগোনা কয়েক দিন বাকি ধূপগুড়ি বিধানসভার উপ নির্বাচনে। উপনির্বাচনের জিততে মরিয়া প্রত্যেকটি দল। বুধবার রাতে ধূপগুড়ি পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার কার্য শুরু করলেন বিজেপি প্রার্থী তাপসী রায়।এদিন বিজিবি প্রার্থী নিজের হাতে দেওয়ার লেখনে দলীয় পতিকে তুলি দিয়ে রং ভরতে দেখা গেল।আজ জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেবে বিজেপি প্রার্থী তাপসি রায়।ননোনয়ন জমা দিতে যাবার সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিশিথ প্রামানিক,দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং জেলা নেতৃত্ব।বিজেপি জলপাইগুড়ি পার্টি কার্যালয় থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাবেন ধূপগুড়ি বিধান্সভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী।