Indian Rupee as Hard Currency: ডলার পাউন্ডের সঙ্গে হার্ড কারেন্সি রুপি?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Dec 03, 2023 | 12:49 PM

US Dollars: মার্কিন ডলারের নিরিখে টাকার দাম পড়ছে। আন্তর্জাতিক মার্কেটে অচলাবস্থায় দুনিয়ার শক্তিশালী মুদ্রার হাল বেহাল। ভারতীয় মুদ্রা আইএনআর নিয়ে আত্মবিশ্বাসী বিশেষজ্ঞরা।

মার্কিন ডলারের নিরিখে টাকার দাম পড়ছে। আন্তর্জাতিক মার্কেটে অচলাবস্থায় দুনিয়ার শক্তিশালী মুদ্রার হাল বেহাল। ভারতীয় মুদ্রা আইএনআর নিয়ে আত্মবিশ্বাসী বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন কয়েক বছরেই হার্ড কারেন্সি ক্লাবে ঢুকবে রুপি। কেন্দ্র সরকারি এক আমলার কথায় হার্ড কারেন্সির দৌড়ে সামিল রুপি। হার্ড কারেন্সির কিছু মাপকাঠি রয়েছে। দুনিয়ার সব দেশে স্বীকৃত ও গ্রহণযোগ্য মুদ্রা হতে হবে হার্ড কারেন্সিকে। এই ক্লাবে ঢোকা বেশ কঠিন। দেশের আন্তর্জাতিক লেনদেনের সিংহভাহ ওই মুদ্রায় হতে হবে। দেশে আর্থিক ও রাজনৈতিক স্থিতাবস্থা বজায় থাকতে হবে। অচলাবস্থা তৈরি হলে বাতিল হয় এই হার্ড কারেন্সির তকমা।

অনন্ত ৩০ থেকে ৪০ টি দেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করতে হবে দেশিয় মুদ্রায়। ভারতীয় রুপি ফ্রান্স, আমেরিকার মতো উন্নত দেশের সঙ্গে বাণিজ্যের মাধ্যম। ডিজিটাল লেনদেনেও ঘরোয়া বাজারে ক্রমশ শক্তি বাড়াচ্ছে আইএনআর। বিশেষজ্ঞরা আশাবাদী কিছুদিনের মধ্যেই ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য হবে। এতেই প্রশস্ত হবে হার্ড কারেন্সি ক্লাবে ঢোকার সম্ভাবনা। ভারতের মাথাপিছু আয় এখনও পিছনের সারিতে। যদিও তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠছে ভারত। বিশেষজ্ঞদের মতে আগামী ২ বছর ভারতীয় অর্থনীতি চাঙ্গা থাকবে। আর এই উত্তরণের চালিকাশক্তি মধ্যবিত্ত।