NASA on Mars Disappear: হারিয়ে যাচ্ছে মঙ্গল গ্রহ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Dec 03, 2023 | 1:36 PM

Space Research: মঙ্গল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে নাসা। বিজ্ঞানীদের মতে অদৃশ্য হচ্ছে লাল গ্রহ মঙ্গল। তবে কি সৌর জগত থেকে পাকাপাকিভাবে হারিয়ে যাবে মঙ্গল?

মঙ্গল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে নাসা। বিজ্ঞানীদের মতে অদৃশ্য হচ্ছে লাল গ্রহ মঙ্গল। তবে কি সৌর জগত থেকে পাকাপাকিভাবে হারিয়ে যাবে মঙ্গল? কী করে এমন হয়? বিজ্ঞানীরা বলছেন সৌর সংযোগের ফলে এরকম হবে। এটা নাকি খুব স্বাভাবিক এক মহাজাগতিক ঘটনা। ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর অদৃশ্য থাকবে মঙ্গল। চিরকালের জন্য নয় মাত্র ২ সপ্তাহের জন্য হারিয়ে যাচ্ছে লাল গ্রহ মঙ্গল।

এই ২ সপ্তাহ ব্যপি সময়ে পৃথিবী ও মঙ্গলের মধ্যে থাকবে সূর্য। এই বিষয়টিকে বলা হয় সৌর সংযোগ। এর ফলে পৃথিবীর প্রেক্ষিতে অদৃশ্য হবে মঙ্গল। মঙ্গল থেকেও অদৃশ্য হয়ে যাবে পৃথিবী। বিজ্ঞানীরা বলছেন প্রতি ২ বছর অন্তর এই মহাজাগতিক ঘটনা ঘটে। পৃথিবী ও মঙ্গলের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এই সৌর সংযোগের সময়ে মঙ্গলের কক্ষপথের মহাকাশযান ও পৃথিবীর মধ্যে কোনও যোগাযোগ থাকে না।

Published on: Dec 03, 2023 01:07 PM