West Bengal News: এক হাতের বিশ্বকর্মা!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 09, 2023 | 9:26 PM

Polba News: রাজস্থানে সেন্টারিংয়ের কাজ করতে গিয়ে উপর থেকে পাটা পরে জখম হয়েছিল হাত, পচন ধরায় ডান হাতের কব্জির উপর থেকে বাদ দিতে হয়। এক হাতেই সাবলীল মহেশ। পোলবার রাজহাটের তারাবিহারী গ্রামের মহেশ মাহাতো এক হাতের বিশ্বকর্মা।

রাজস্থানে সেন্টারিং এর কাজ করতে গিয়ে উপর থেকে পাটা পরে জখম হয়েছিল হাত, পচন ধরায় ডান হাতের কব্জির উপর থেকে বাদ দিতে হয়। এক হাতেই সাবলীল মহেশ। পোলবার রাজহাটের তারাবিহারী গ্রামের মহেশ মাহাতো এক হাতের বিশ্বকর্মা।বছর আটেক আগে দুর্ঘটনায় হাত বাদ যাওয়ার পর সেন্টারিং এর কাজ আর করতে পারেননা। স্থানীয় একজনের কাছে থার্মোকল কাটা শিখে নিজেই বিভিন্ন জায়গায় মন্ডপ সজ্জার কাজ শুরু করেন। তার নিখুঁত কাজের কদর থাকায় দিল্লী বোম্বে থেকেও মন্ডপ সজ্জার ডাক আসে। এবার পাণ্ডুয়ায় কালি পুজোর মন্ডপ তৈরী করছেন মহেশ। পাণ্ডুয়া হাসপাতালের সামনে ব্যবসায়ী সমিতির পুজোর মন্ডপের কাজ চলছে জোর কদমে। সেখানেই দেখা গেলো এক হাতে নিপুণ ভাবে কাজ করে চলেছেন মহেশ।থার্মোকল দিয়ে সুন্দর সুন্দর মডেল তৈরী করছেন। পিরামিড থিমের মন্ডপ তৈরী হচ্ছে।

মহেশ মাহাত বলেন, একটা হাত বাদ চলে যাওয়ায় প্রথমে কাজ করতে অসুবিধা হত । তবে এখন আর অসুবিধা হয় না। টালির বাড়িতে স্ত্রী পুত্র ও কন্যাকে নিয়ে যা উপার্জন করি তা দিয়েই কোনও রকমে চলে যায় আমাদের সংসার। কয়েক বছর আগে রাজস্থানে সেন্টারিং-এর কাজ করতে গিয়ে হাতের উপর কাঠের পাটা পড়ে যায়। সেই জায়গায় ক্যান্সার হয়ে যায়। পরে চিকিৎসকরা হাত কেটে বাদ দেয়। কিছুটা সুস্থ হওয়ার পরে সবজি বিক্রি করতাম। পরে আমারই এক সহকর্মীর কাছ থেকে থার্মোকল কাটার কাজ শিখি। ৯ বছর ধরে এখন এই কাজই করি। রাজস্থান গুজরাটে গিয়েও কাজ করেছি এখন বাংলাতে কাজ করছি।

পুজো কমিটির সদস্য শিশির দেবনাথ বলেন, প্রতিবছরের মতো এ বছরও আমরা কালীপুজোর আয়োজন করেছি। আমাদের থিম করা হয়েছে মিশরের পিরামিড। সেখানে বেশ কিছু থার্মোকলের কাজ রয়েছে আর সেই কাজ করছে মহেশ। একটা দুর্ঘটনায় যার ডান হাত কব্জির কাছ থেকে বাদ হয়ে গিয়েছে। এক হাত দিয়েই থার্মোকল কেটে মন্ডপের বিভিন্ন কারুকার্য করছে। বাকি দের মতো সাবলীল না হলেও এক হাতেই তিনি মণ্ডপ গড়ছেন। যা আমাদের সকলকেই অবাক করেছে।।