সিবিআই অফিসারদের হুমকি! নারদ মামলায় যুক্ত হল খোদ মুখ্যমন্ত্রীর নাম

সুমন মহাপাত্র |

May 19, 2021 | 6:33 PM

শুধু মমতাই নয়, আইনমন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের নামও যুক্ত করা হয়েছে এই মামলায়।

রাজ্যে নারদ মামলা প্রভাবিত হতে পারে। এমন আশঙ্কায় প্রথম থেকেই মামলা রাজ্যের বাইরে সরানোর তোড়জোড় করছে সিবিআই। আর এবার সেই মামলায় যুক্ত হল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম। শুধু মমতাই নয়, আইনমন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের নামও যুক্ত করা হয়েছে এই মামলায়। প্রভাব বিস্তার করার অভিযোগ এনেই সিবিআই তাঁদের নাম যুক্ত করেছে বলে মনে করা হচ্ছে। আর এই অভিযোগেই সম্ভবত মামলা রাজ্যের বাইরে সরানোর তোড়জোড় শুরু করেছে সিবিআই।

Published on: May 19, 2021 06:32 PM