Covid Warrior | অতীতে ভিক্ষা করতেন, আজ মানুষের প্রাণ বাঁচান
আমাদের শহরেও আছেন একজন সোনু, যিনি নীরবে করে যাচ্ছেন তাঁর পেশাগত কাজ। গত দেড় বছর প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ ঘন্টা অ্যাম্বুলেন্স আর শববাহী গাড়ি নিয়ে রাস্তায় নামছেন সোনু।
বলিউড ও পাঞ্জাবি ফিল্মের তারকা সোনু সুদ করোনা অতিমারিতে তাঁর মানুষের পাশে দাঁড়ানো ও সমাজসেবামূলক কাজের জন্য গত দেড় বছর ধরে আলোচনার কেন্দ্রে। প্রশংসিত হয়েছে সোনু সুদের কাজ। আমাদের শহরেও আছেন একজন সোনু, যিনি নীরবে করে যাচ্ছেন তাঁর পেশাগত কাজ। গত দেড় বছর প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ ঘন্টা অ্যাম্বুলেন্স আর শববাহী গাড়ি নিয়ে রাস্তায় নামছেন সোনু। ভাল নাম রনো সরকার। পেশায় পশ্চিম পুঁটিয়ারির একটি ওষুধ দোকানের অ্যাম্বুলেন্স ড্রাইভার। অনাথ আশ্রম আর ভিক্ষাবৃত্তি করতে গিয়ে অল্প বয়সেই সোনু বুঝেছিলেন জীবনের কঠিন বাস্তব দিকটা। আর তাই-ই চেয়েছিলেন উপার্জন করে মাথা উঁচু করে বাঁচতে। অ্যাম্বুলেন্স চালিয়ে মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়ে তাই পরিতৃপ্তি আসে রনোর মনে। করোনা আবহে প্রথম-প্রথম ভয় করত যদি মারণ ভাইরাস ঢুকে পড়ে শরীরে। কাজ করতে গিয়ে অসহায় মানুষদের দেখে উবে গিয়েছে সে সব চিন্তা।