Baidyabati News: ছিল সিসিটিভি, ধরা পড়ল চোর!
সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। বৈদ্যবাটি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে আবারও চুরির ঘটনা।গত সপ্তাহে ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি হয়। গতকাল রাতে বৈদ্যবাটি স্টেশন রোডে একটি বাড়িতে কেউ না থাকায় তালা ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতীরা
বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে কিছুক্ষন ধরে লুটপাট চালিয়ে বস্তা ভরে বামাল নিয়ে পাঁচিল টপকে পগার পার হয়েছিল চোরের দল। সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। বৈদ্যবাটি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে আবারও চুরির ঘটনা।গত সপ্তাহে ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি হয়। গতকাল রাতে বৈদ্যবাটি স্টেশন রোডে একটি বাড়িতে কেউ না থাকায় তালা ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতীরা।দামী শাড়ি ,কাঁসার ও পিতলের বাসনপত্র ও কিছু সোনার গহনা নিয়ে চম্পট দেয়। বাড়ি ফিরে গৃহকর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় দেখেন আলমারি খোলা সব কিছু ছড়ানো। শ্রীরামপুর থানায় অভিযোগ করেন তিনি।পুলিশ এসে পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।ফুটেজে তিনজনকে বাড়িতে ঢুকতে দেখা যায়।তাদের চিহ্নিত করে পুলিশ।দুজনকে গ্রেফতার করে। স্থানীয় কাউন্সিলর দেবরাজ দত্ত বলেন,দুষ্কৃতীরা বৈদ্যবাটি ১৬ নম্বর ওয়ার্ড কে করিডোর হিসেবে ব্যবহার করছে।একদিকে চাপদানি একদিকে বৈদ্যবাটি একদিকে জিটি রোড একদিকে দিল্লি রোড। চুরি করে সহজেই তারা পালিয়ে যেতে পারছে।তাই নজরদারি আরো বাড়ানো প্রয়োজন।।