Howrah Arms Recovery: ১৩০ রাউন্ড গুলিসহ গ্রেফতার!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Aug 22, 2023 | 9:01 PM

মঙ্গলবার সকালে টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে ৩টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ১৩০ রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে হাওড়া ব্যাঁটরা থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সুরাজ রায় ওরফে রাজা , বয়স ২৪ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায়

বড়সড় সাফল্য হাওড়ার সিটি পুলিশের । মঙ্গলবার সকালে টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে ৩টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ১৩০ রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে হাওড়া ব্যাঁটরা থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সুরাজ রায় ওরফে রাজা , বয়স ২৪ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায় । গত ১৯ এ জুন হাওড়া বেনারস রোডের এক ডাকাতির ঘটনায় ৫ জন অভিযুক্তের মধ্যে পার্থ দাস ওরফে রনি নামে এক যুবককে গতকাল গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে সময় জানা যায় ডাকাতির ঘটনায় ব্যবহার করার জন্য সুরাজের থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিল তারা । এবং লুঠের টাকা দিয়ে আরো অস্ত্র কেনা হয়েছে তার থেকে। যা মঙ্গলবার সকালে সুরাজ রনিকে হস্তান্তর করবে টিকিয়াপাড়া সংলগ্ন অঞ্চলে । সেই তথ্য পেয়ে ব্যাঁটরা থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারীরা ভোর বেলা থেকেই ওৎপেতে নজর রেখেছিলেন গোটা এলাকায় । অবশেষে সকাল সাড়ে সাতটা থেকে আটটার সময় সুরাজ নামের ওই যুবক সেখানে আসলে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। তার কাছ থেকে পুলিশ ২টি ৭এমএম বন্দুক, ২টি ম্যাগাজিন, ১টি সিক্সশাটার পিস্তল ও ১৩০ রাউন্ড গুলি উদ্ধার করে ।ব্যাঁটরা থানার তরফে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করাহয়। দ্রুত যুবককে আজ হাওড়া আদালতে পেশ করা হবে। এর পেছনে বড় ধরনের আন্তরাজ্য অস্ত্র পাচার চক্র রয়েছে বলেই ধারণা তদন্তকারী আধিকারিদের।তাই তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেফাজতে আবেদন জানাবেন