Chinsura News: পুজোয় সারারাত বাস!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Aug 22, 2023 | 9:24 PM

যারা প্রবীন নাগরিক আছে তাদের জন্য পরিবহন দপ্তর থেকে জনপ্রিয় পুজো গুলো দেখানো হবে।সারারাত ধরে কলকাতায় বাস চলবে। অনেক সময় দেখা যায় যে নিকটস্থ স্টেশনগুলোতে যেতে সমস্যায় পড়েন মানুষ তাই সেসব জায়গায় বাস চালানো হবে।এর জন্য কিছু বাড়তি বাসও নামানো হবে

শারদীয় উৎসব উপলক্ষে প্রশাসনিক ও সমন্বয় বৈঠকে চুঁচুড়া রবীন্দ্রভবনে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।সেখানেই তিনি সাংবাদিকদের বলেন,মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পুজোর সময় যাতে আরো বাস চালানো যায়। যারা প্রবীন নাগরিক আছে তাদের জন্য পরিবহন দপ্তর থেকে জনপ্রিয় পুজো গুলো দেখানো হবে।সারারাত ধরে কলকাতায় বাস চলবে। অনেক সময় দেখা যায় যে নিকটস্থ স্টেশনগুলোতে যেতে সমস্যায় পড়েন মানুষ তাই সেসব জায়গায় বাস চালানো হবে।এর জন্য কিছু বাড়তি বাসও নামানো হবে।জেলা শহরের মফস্বলের গ্রামে অনেক ভালো পূজো হয় সেখানেও বাস চালানোর চেস্টা করব।যেমন কলকাতায় পূজা পরিক্রমা থাকবে তেমন কলকাতা থেকে জেলার বিভিন্ন নামকরা যে পুজো গুলো আছে সেখানেও বাসের ব্যবস্থা থাকবে।শিলিগুড়ি আসানসোলের মত বড় শহরেও পুজো পরিক্রমা থাকবে।পুজোর সময় অনেকে বেড়াতে যান সেগুলো প্যাকেজে থাকবে বলে জানান পরিবহন মন্ত্রী।