Arambagh School: স্কুলের সামনে বিশাল ‘চন্দ্রযান-৩’!
শিক্ষকদের আশা আরামবাগ হাই স্কুলের ছাত্র ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানী হবে। বিদ্যালয় ভবনের সামনে মহাকাশযানের ছবি ছাত্রদের বিজ্ঞান সচেতনতার দিকে এগিয়ে নিয়ে যাবে আশা শিক্ষকদের। বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পন করতে চলেছে ভারতের চন্দ্রযান-৩
ছাত্রদের বিজ্ঞানমনস্ক ও চেতনা ফিরিয়ে আনতে আরামবাগ হাই স্কুল ভবনের সম্মুখে রং তুলিয়ে দিয়ে চন্দ্রযানের ছবি। শিক্ষকদের আশা আরামবাগ হাই স্কুলের ছাত্র ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানী হবে। বিদ্যালয় ভবনের সামনে মহাকাশযানের ছবি ছাত্রদের বিজ্ঞান সচেতনতার দিকে এগিয়ে নিয়ে যাবে আশা শিক্ষকদের। বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পন করতে চলেছে ভারতের চন্দ্রযান-৩। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন গোটা দেশের অগণিত মানুষ। আর ঠিক তার আগেই বুধবার বিকেলে আরামবাগ হাইস্কুলের দেওয়ালে উদ্বোধন হয়ে যাবে ‘চন্দ্রযান-৩’- এর এক বিশালাকার দেওয়াল চিত্র। তিনতলা বিল্ডিংয়ের গোটা দেওয়ালজুড়েই প্রায় ৩০ ফুট দীর্ঘ এই চন্দ্রযানের ছবি আঁকা হয়েছে। আর তার মধ্যে রয়েছে চন্দ্রযান সম্পর্কিত নানান বৈজ্ঞানিক তথ্য। দূর থেকে দেখলে মনে হবে যেন চন্দ্রযান-৩-এর একটি রেপ্লিকা। আর এই চিত্র দেখে স্কুলের ছাত্রদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে তীব্র উৎসাহ ও উদ্দীপনা। তাদের যেন খুশি আর ধরে না। ক্লাস চলা কালিনই একবার দেখে আসি মনোভাবে তাদের মন যেন আনন্দে উন্মাদনায় ভরে উঠেছে। আর এই চিত্রের আকর্ষনে স্কুল যেন ছাত্রে ভরে উঠেছে।এর পাশাপাশি গোটা ভবন জুড়ে দেওয়ালে মনিষী ও বৈজ্ঞানিক দেরও ছবি আঁকা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় বলেন, বুধবার বিকেলে চন্দ্রযানের এই দেওয়াল চিত্রের উদ্বোধন হবে। ছাত্ররা যাতে বিজ্ঞান চেতনায় আরও বেশি করে অনুপ্রাণিত হয় তাই চন্দ্রযান-৩ দেওয়ালে আঁকার ব্যবস্থা করা হয়েছে। চন্দ্রযান চাঁদে পাড়ি দিচ্ছে অর্থাৎ চাঁদের দেশে ভারত এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের। যাতে এই সম্পর্কে ছাত্ররা আরোও বেশি বেশি করে জানার আগ্রহ দেখায় সেই লক্ষও কিন্তু পূরন হবে। তাঁর কথায়,বিজ্ঞান চেতনায় ভারত সারা পৃথিবীতে কিভাবে তার দিকচিহ্নকে সুনিশ্চিত করছে তার জন্যই আমাদের এই অভিনব প্রয়াস। তিনি আরও বলেন, ছাত্রদেরকে বিজ্ঞান সম্পর্কে উৎসাহিত করতে সপ্তাহ তিনেক আগে থেকেই স্কুলের দেওয়ালে চন্দ্রযান আঁকার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সেই কাজ প্রায় একেবারে শেষ পর্যায়ে। বুধবার বিকেল তিনটেয় বাদ্যযন্ত্র সহকারে ছাত্রদের উপস্থিতিতে এর আনুষ্ঠানিক সূচনা করা হবে। একাধিক ছাত্রদের কথায় , চন্দ্রযান-৩ আমাদের কাছে একটা গর্ব। স্কুলের দেওয়ালে সেই চিত্র দেখে আমরা মহাকাশ গবেষণা সম্পর্কে অনুপ্রাণিত হব, অনেক তথ্যও জানতে পারব। তাছাড়া প্রতিদিন যখন আমরা স্কুলে আসব এবং এই ছবিটা দেখব তখন আমাদের মধ্যে এই ছবি অনেকটাই অনুপ্রেরণা দেবে।আমাদের খুব ভালো লাগছে যে এই রকম একটা বিষয় নিয়ে আমাদের হেড স্যার আমাদের এই ভাবে উপহার দিলেন।আমরাও খুশি।