Jharkhand Arrest: ভুয়ো অফিসারের গাড়িতে তৃণমূলের উত্তরীয়!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 23, 2023 | 4:49 PM

ঝাড়খন্ডে ভিজিলেন্স অফিসার সেজে তোলাবাজি করতে গিয়ে ধৃত ৭ দুষ্কৃতী। ৭ জনেরই বাড়ি আসানসোলে। ধানবাদ জেলার নিরসার গোপালগঞ্জ মোড়ের কাছে ওই আন্তঃরাজ্য সাত দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ দুটি গাড়ি, দুটি পিস্তল, চারটি আই ফোন পুলিশ বাজেয়াপ্ত করে।

ঝাড়খন্ডে ভিজিলেন্স অফিসার সেজে তোলাবাজি করতে গিয়ে ধৃত ৭ দুষ্কৃতী। ৭ জনেরই বাড়ি আসানসোলে। ধানবাদ জেলার নিরসার গোপালগঞ্জ মোড়ের কাছে ওই আন্তঃরাজ্য সাত দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ দুটি গাড়ি, দুটি পিস্তল, চারটি আই ফোন পুলিশ বাজেয়াপ্ত করে। গাড়ির ভেতরে পাওয়া গেছে তেরঙা ব্যাজ ও টিএমসি লেখা উত্তরীয়। নিরসার ডিএসপি অমর কুমার পান্ডে জানান, রাতে গোপালগঞ্জ মোড়ের কাছে ভুয়ো ভিজিল্যান্স অফিসার পরিচয় দিয়ে চালকদের কাছ থেকে অবৈধ টাকা আদায় করছিল ওই সাতজন। পুলিশ তাদের কাছ থেকে দুটি গাড়িও বাজেয়াপ্ত করেছে। গাড়ির নম্বর প্লেটের উপরে লেখা “স্টেট কনভেনার ওয়েস্ট বেঙ্গল ক্রাইম অ্যান্ড ভিজিল্যান্স সেল” একটি বোর্ড রয়েছে। ওই ভুয়ো ভিজিল্যান্স অফিসাররা জাতীয় সড়কে গাড়ি থামিয়ে নথি পরীক্ষার নামে অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল। গাড়ির চালকরা বিষয়টি নিয়ে নিরসা থানাকে খবর দেয়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই ভুয়ো সাত ভিজিল্যান্স অফিসার দুটি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। পিছু নিয়ে তাদের পুলিশ ধরে ফেলে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে দীর্ঘদিন ধরেই এই ধরনের দুস্কর্ম করছিল এই গ্যাং। এদের বিরুদ্ধে ঝাড়খন্ডের বিভিন্ন থানায় ও আরপিএফের কাছে অভিযোগ রয়েছে। পুলিশ অনেক দিন ধরে খুঁজছিল তাদের। ধৃতদের বুধবার ধানবাদ জেলা আদালতে তোলা হয়।