IRCTC Ladakh Tour: সস্তায় লাদাখ প্যাকেজ!
লাদাখ ঘুরতে যেতে কার না ভাল লাগে। এবার ঘুরে আসতে পারেন লাদাখে। থাকা,হোটেলের খরচ বা ঘোরার জন্য গাড়ির ব্যবস্থা নিয়ে চিন্তা নেই। IRCTC এনেছে থ্রিলিং লেহ-লাদাখ উইথ জিরো পয়েন্ট প্যাকেজ। ৭ দিন ৬ রাতের ট্যুর প্যাকেজ।
লাদাখ ঘুরতে যেতে কার না ভাল লাগে। এবার ঘুরে আসতে পারেন লাদাখে। থাকা,হোটেলের খরচ বা ঘোরার জন্য গাড়ির ব্যবস্থা নিয়ে চিন্তা নেই। IRCTC এনেছে থ্রিলিং লেহ-লাদাখ উইথ জিরো পয়েন্ট প্যাকেজ। ৭ দিন ৬ রাতের ট্যুর প্যাকেজ। নুব্রা ভ্যালিতে ২ রাত,প্যাংগং-এ ১ রাত ও লেহ-তে ৩ রাত থাকতে পারবেন।
ভ্রমণ করতে পারবেন শাম উপত্যকা,লেহ,প্যাংগং,নুব্রা ও তুরতুক। ঘুরতে পারবেন ৮ অগাস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে। ১০টি আসন আছে। বোর্ডিং পয়েন্ট হল দিল্লি। জরুরি প্রয়োজনে প্যাংগং ও নুব্রাগামী ট্রেনে থাকবে অক্সিজেন সিলিন্ডার। ১ জনের খরচ ২৪,৫০০ টাকা। এই প্যাকেজ বুকিং করতে পারবেন IRCTC য়ের ওয়েবসাইট থেকে। আইআরসিটিসিয়ের আঞ্চলিক অফিস থেকেও প্যাকেজ বুক করা যাবে।