Increase Bike Mileage Tips: বাইকের মাইলেজ বাড়াবেন কীভাবে?
বাইকে করে ঘুরতে খুবই ভাল লাগে। তবে বাইক চালাতে গিয়ে,অনেকের বেশি টাকার পেট্রোল খরচ হয়। অনেকেই বাইকে ভাল মাইলেজ পান না। বিশেষজ্ঞদের মতে, বেশি গতিতে বাইক চালালে, মাইলেজ কমে। বাইক চালান নির্দিষ্ট গতিতে । ভাল মাইলেজ পেতে,গতি রাখুন প্রতি ঘণ্টা ৪০ থেকে ৫০ কিমি।
বাইকে করে ঘুরতে খুবই ভাল লাগে। তবে বাইক চালাতে গিয়ে,অনেকের বেশি টাকার পেট্রোল খরচ হয়। অনেকেই বাইকে ভাল মাইলেজ পান না। বিশেষজ্ঞদের মতে, বেশি গতিতে বাইক চালালে, মাইলেজ কমে। বাইক চালান নির্দিষ্ট গতিতে । ভাল মাইলেজ পেতে,গতি রাখুন প্রতি ঘণ্টা ৪০ থেকে ৫০ কিমি।
ইঞ্জিনের পাওয়ার বেশি হলেও,তেল বেশি খরচ হয়। রাস্তায় বারবার ব্রেক মারবেন না। এই কারণে তেল বেশি খরচ হয়। হঠাৎ করে বাইকের গতি বাড়ালেও,মাইলেজ কমতে পারে। বাইকের ওপর চাপ বাড়লে,ভাল মাইলেজ পাবেন না। ২চাকার কেনার সময় ওজন দেখে নিন। বেশি ওজন হলে,মাইলেজ কমতে পারে। কারণ এতে ইঞ্জিনের ওপর বেশি চাপ পড়ে। সেই জন্য তেল বেশি খরচ হয়। এতে বাইকের মাইলেজ কমে যায়।
Published on: Oct 07, 2023 02:44 PM