IRCTC Vaishno Devi Tour: সস্তায় বৈষ্ণোদেবী ঘুরতে চান?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 07, 2023 | 3:19 PM

সমানেই পুজো। পুজো মানেই ঘুরতে যাওয়া। কম খরচে বৈষ্ণোদেবী ঘুরতে যাওয়ার দারুণ সুযোগ। বন্দে ভারত ট্রেনে করে যেতে পারবেন এখানে। IRCTC এর এই প্যাকেজ শুরু হবে নয়া দিল্লি থেকে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে কাটরা রেলওয়ে স্টেশনে।

সমানেই পুজো। পুজো মানেই ঘুরতে যাওয়া। কম খরচে বৈষ্ণোদেবী ঘুরতে যাওয়ার দারুণ সুযোগ। বন্দে ভারত ট্রেনে করে যেতে পারবেন এখানে। IRCTC এর এই প্যাকেজ শুরু হবে নয়া দিল্লি থেকে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে কাটরা রেলওয়ে স্টেশনে। মঙ্গলবার বাদে, রোজ এই যাত্রা করা যাবে।

নয়া দিল্লি থেকে ট্রেন ছাড়বে ভোর ৬টায়। কাটরায় পৌঁছবে দুপুর ২ টায়। যাত্রীদের সেখান থেকে হোটেলে নিয়ে যাওয়া হবে গাড়ি করে । তারপর বনগঙ্গায় যেত হবে। সেখান থেকে খুব সহজেই বৈষ্ণোদেবী ঘুরতে পারবেন । কাটরায় এসি হোটেলে থাকাতে পারবেন। সেখানে ব্রেকফাস্ট থেকে ডিনারের ব্যবস্থা থাকবে। একজন যাত্রীর খরচ ৯,১৪৫ টাকা। প্যাকেজ বুকিংয়ের জন্য IRCTC য়ের ওয়েবসাইটে যেতে হবে।