Jio Bharat: ৯৯৯ টাকায় স্মার্ট ফোন!
Jio Bharat News: ১২৩৪ টাকার প্ল্যানে ১৬৮ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং। এগুলি জিও ভারত প্ল্যান। জিও পে এবং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে এই ফোনে।
টু জি মুক্ত ভারত’ গড়তে এল জিও ভারত ফোর জি ফোন। এই ফোনের দাম ৯৯৯ টাকা। ৭ জুলাই থেকে এই ফোন পাওয়া যাবে। এটি একটি স্মার্ট ফিচার ফোন। আছে কি প্যাড। রিয়ার প্যানেলে ক্যামেরা আর স্পিকার আছে। ফোনটিতে আছে জিও সিনেমা, জিও শাভন ও এফ এম রেডিও। কার্বনের সঙ্গে এই ফোনটি বাজারে আনছে জিও। ফোনে আছে কার্বনের লোগো। ফোনের ডিসপ্লের নিচে আছে ভারতের ব্র্যান্ডিং। ফোনটি আসছে লাল ও নীল ২ রঙে। এই ফোনের জন্য ২টি প্ল্যান লঞ্চ হয়েছে। ১২৩ টাকার প্ল্যানে ১৪ জিবি ডেটা আর আনলিমিটেড কলিং। ১২৩৪ টাকার প্ল্যানে ১৬৮ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং। এগুলি জিও ভারত প্ল্যান। জিও পে এবং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে এই ফোনে।