Panchayat Election 2023: বিজয়নগরে হৃদয়হরনের পালা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 07, 2023 | 8:51 PM

Election 2023: তাছাড়া স্থানীয় মানুষ তাকে পছন্দ করেন। তিনি আশাবাদী দীর্ঘদিনের মানুষের এই সেবা তাকে জয়লাভ করতে সাহায্য করবে।কোন হৃদয় মানুষের আস্থা ও ভরসা নিয়ে জয়ী হবেন তা নিয়ে মানুষের কৌতুহল তুঙ্গে।

আসানসোল : দুই হৃদয়ের মুখোমুখি লড়াই। শুনতে খুব অদ্ভুত লাগলেও এই বছর ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতে এমনই ঘটনার সাক্ষী হতে চলেছে জামুড়িয়ার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর গ্রাম। বিজয়নগর গ্রামে সিপিআইএম প্রার্থী হৃদয় পাল এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হৃদয় মণ্ডল। দুইজন হৃদয়ের প্রতিদ্বন্দ্বিতায় অবশেষে বিজয়নগর গ্রামবাসীর মনকে জয় করতে পারবে সেই নিয়ে কৌতূহল রয়েছে এলাকায়। সিপিআই মনোনীত প্রার্থী হৃদয় পাল এলাকায় শ্রমিক নেতা হিসেবে পরিচিত। ২০০৭ সাল থেকে তিনি পার্টির সদস্য। এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হৃদয় মণ্ডল সাধারণ একজন তৃণমূল কর্মী। এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি তাঁরও রয়েছে।হৃদয় মণ্ডল জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে তিনি পঞ্চায়েত ভোটে মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন।গ্রামের সমস্ত স্তরের মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। তাছাড়াও স্বচ্ছ ভাবমূর্তি যুক্ত পঞ্চায়েতের তিনি প্রতিনিধিত্ব করবেন।অপরদিকে হৃদয় পাল দাবি করেন তিনি দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত সকলকারখানায় প্রচুর স্থানীয়কে তিনি কাজের সুযোগ করে দিয়েছেন। তাছাড়া স্থানীয় মানুষ তাকে পছন্দ করেন। তিনি আশাবাদী দীর্ঘদিনের মানুষের এই সেবা তাকে জয়লাভ করতে সাহায্য করবে।কোন হৃদয় মানুষের আস্থা ও ভরসা নিয়ে জয়ী হবেন তা নিয়ে মানুষের কৌতুহল তুঙ্গে।