বয়ালে চিটিংবাজি হয়েছে : Mamata Banerjee

বয়ালে চিটিংবাজি হয়েছে : Mamata Banerjee

সৌরভ পাল |

Apr 02, 2021 | 12:24 PM

বেলা গড়াতেই ‘খেলায়’ টুইস্ট। ভাড়া বাড়ি থেকে বেরিয়ে বয়ালে বুথ পরিদর্শন করতে গিয়ে লাইমলাইটে মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় ঘণ্টা সেখানেই ‘বন্দি’ তৃণমূল নেত্রী।

বয়ালের ৭ নম্বর বুথে গণ্ডগোলের অভিযোগ উঠলেও নন্দীগ্রামে তিনিই জিতবেন বলে দাবি করেছেন মমতা। এ দিন তিনি বলেন, “আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। নন্দীগ্রামে আমিই জিতব মা-মাটি-মানুষের আর্শীবাদে।” আর কী কী জানালেন তিনি জেনে নিন TV9 বাংলায়।

Published on: Apr 01, 2021 08:05 PM