বিজেপি এলে বাংলা উন্নয়নের মাঠ হয়ে উঠবে : PM Modi

বিজেপি এলে বাংলা উন্নয়নের মাঠ হয়ে উঠবে : PM Modi

সৌরভ পাল |

Apr 01, 2021 | 8:01 PM

"মমতা তাঁর ১০ বছরের কাজের কোনও হিসেব দেননি। কারণ তাঁর কাছে হিসেব দেওয়ার মতো কিছু নেই", এ ভাবেই রাজ্যে তৃণমূলের ১০ বছরের শাসনকালে দুর্নীতির অভিযোগ করেন মোদী।

বাংলার ভোটের দ্বিতীয় দফা। বয়ালের বুথে মমতা, বাইরে বিক্ষোভ। অন্যদিকে জয়নগরের সভা থেকে রাজ্য সরকারকে কটাক্ষ মোদীর। আমফানে ক্ষতিগ্রস্তদের মমতা সরকার সাহায্য করার বদলে লুট করেছে অভিযোগ মোদীর। প্রসঙ্গ তুললেন কাটমানি নিয়েও। আর কি বললেন মোদী? জেনে নিন TV9 বাংলায়।

Published on: Apr 01, 2021 07:55 PM