China’s ‘Batwoman’ Scientist: আবার ফিরছে করোনা?
Corona News: অন্তত ২০টি প্রজাতির বাদুড়ের মধ্যে রয়েছে মারাত্মক করোনা ভাইরাস। ৬টি করোনা ভাইরাস এর আগে মানবদেহে সংক্রমিত হয়েছে। অন্যান্য প্রাণীদেহে সংক্রমিত হয়েছে ৩টি করোনা ভাইরাস।
আবার কি ফিরে আসছে করোনা অতিমারির সেই দুঃসহ দিনগুলি? তেমনই সতর্কতা জারি করলেন চিনের উহানে ‘ইনস্টিটিউট অফ ভাইরোলজি’র প্রধান শি ঝেংলি। বাদুড় থেকে মানব দেহে ভাইরাসের সংক্রমণ নিয়ে গবেষণা করেন তিনি। তাঁকে বলা হয় বাদুড়মানবী। সেই বাদুড়মানবীই দাবি করছেন আসন্ন আরও একটি করোনা মহামারী। ৪০টি বিভিন্ন প্রজাতির বাদুড়ের মধ্যে গবেষণা করে শি ও তাঁর দল।
গবেষণাতে তাঁরা যা পেয়েছেন তা যথেষ্টই উদ্বেগজনক। দেখা গিয়েছে, অন্তত ২০টি প্রজাতির বাদুড়ের মধ্যে রয়েছে মারাত্মক করোনা ভাইরাস। ৬টি করোনা ভাইরাস এর আগে মানবদেহে সংক্রমিত হয়েছে। অন্যান্য প্রাণীদেহে সংক্রমিত হয়েছে ৩টি করোনা ভাইরাস। লম্বা গবেষণার পর উহানের বিজ্ঞানীরা বলছেন- এই ধরনের করোনা ভাইরাস থেকে রোগ সংক্রমণ এক প্রকার নিশ্চিত। যদিও পশ্চিমী দুনিয়া গুরুত্ব দিয়ে দেখছে না শি ঝেংলির এই গবেষণা। তবুও মার্কিন গোয়েন্দারা উড়িয়েও দিচ্ছেন না চিনের এই তথ্য।