Sushant Singh Rajput News: হঠাৎ কেন বিস্ফোরক সুশান্তের দিদি?
রিয়া চক্রবর্তীর উপর ক্ষোভ উগরে দিলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং। নাম না-করেই রিয়াকে একহাত নিয়ে তাঁর প্রশ্ন, “মৃত মানুষের উপর দোষ চাপাচ্ছে?” কী এমন বলেছেন রিয়া? এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, “খারাপ লাগে যখন কোনও সফল ব্যক্তি বিয়ে করেন এবং হঠাৎই তাঁর সফলতার পরিমাণ কমতে শুরু করে, তখন সবাই ওই মেয়েটিকেই দোষ দিতে থাকে।'' এরপরই উত্তর দিতে তৎপর হন শ্বেতা।
কঙ্গনার চোখ রাঙানি
মহাদেব বেটিং অ্যাপ তদন্তে একের পর এক সমন পৌঁছচ্ছে বলিউড সেলেবদের দরবারে। এবার সেই মর্মে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর কাছেও ছিল প্রস্তাব, তিনি গ্রহণ করেননি। এখানেই শেষ নয়, হুমকির সুরে বার্তা দিয়ে বললেন, ”এটা নতুন ভারত, শুধরে যাও নয়তো শুধরে দেওয়া হবে।”
অসুস্থ রণবীর?
সম্প্রতি মহাদেব বেটিং অ্যাপ-কাণ্ডে সমন পেয়েছেন রণবীর কাপুর। হাজিরাও দিয়েছিলেন ঘড়ি ধরে। তবে তখনই তাঁর আচরণে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, রীতিমত মেজাজ হারিয়েছিলেন তিনি। এবার দেখা গেল তাঁকে—মুম্বইয়ের এক ক্লিনিকে। এরপর থেকেই নেটমহলে প্রশ্ন, তবে কি তিনি অসুস্থ হয়ে পড়েছেন?
কটাক্ষের মুখে ঐশ্বর্য
ঐশ্বর্য রাই বচ্চনকে এবার কড়া ভাষায় কটাক্ষ করল নিন্দুকেরা। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী হয়েছিলেন ঐশ্বর্য। কিন্তু তা সত্ত্বেও তিনি কটাক্ষের শিকার। এবার তাঁর পোশাক এবং চুল দেখে নিন্দুকেরা বলেই ফেলল, গোটাটাই নাকি ফটোশপ করেছেন ঐশ্বর্য। কিন্তু নিন্দুকের মুখে ঝামা ঘষে দিয়ে তাঁর অনুরাগীরা বলেছেন, অন্যবারের তুলনায় আরও ভাল দেখতে লাগছে ঐশ্বর্যকে।
জ্বর গায়ে শুট
যাই বাধা আসুক না কেন, তা কোনওকালেই পাত্তা দেননি কিং খান। এরকমই এক ঘটনার কথা সম্প্রতি শেয়ার করেছেন তাঁর ‘আর্মি’ কো-স্টার রবি কিষণ। তিনি বলেন, “আমরা মেহবুব স্টুডিয়োয় আর্মির একটি ক্লাইম্যাক্স সিন শুট করছিলাম। শাহরুখের এ দিকে ১০৩ জ্বর। ওই জ্বর নিয়েও সেটে আসে ও। ওই ছবিতে ও হিরো ছিল না। কোনও বড় চরিত্রও ছিল না ওঁর। ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কথার খেলাপ করেনি।”
শেফালির উপদেশ
শৈশবে প্রকাশ্যে একবার হেনস্থার শিকার হয়েছিলেন শেফালি শাহ। সেই স্মৃতি উগরে এবার অভিনেত্রী বললেন, “ছেলেদের কীভাবে মানুষ করা হচ্ছে, তার ওপর নির্ভর করে মেয়েদের সুরক্ষা। আমি আমার ছেলেদের সেই শিক্ষাতেই বড় করি। সকলেই আশা করব তাই করে থাকেন।”
বিস্ফোরক সুশান্তের দিদি
রিয়া চক্রবর্তীর উপর ক্ষোভ উগরে দিলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং। নাম না-করেই রিয়াকে একহাত নিয়ে তাঁর প্রশ্ন, “মৃত মানুষের উপর দোষ চাপাচ্ছে?” কী এমন বলেছেন রিয়া? এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, “খারাপ লাগে যখন কোনও সফল ব্যক্তি বিয়ে করেন এবং হঠাৎই তাঁর সফলতার পরিমাণ কমতে শুরু করে, তখন সবাই ওই মেয়েটিকেই দোষ দিতে থাকে।” এরপরই উত্তর দিতে তৎপর হন শ্বেতা।
অবসাদে রাখী?
রাখী সাওয়ান্তকে এবার দেখে রীতিমতো আঁতকে উঠলেন ভক্তরা। কী হয়েছে তাঁর? মুখ চোখের অবস্থা ভাল নয়, পোশাকও আলুথালু। এখানেই শেষ নয়, যে রাখী একদা তাঁর ভক্তদের সঙ্গে হেসে কথা বলতেন সর্বদা, নিজেই যেচে ছবি দিতেন, এবার তাঁর ছবি তোলা হচ্ছে দেখে কার্যত মারতে উদ্যত হলেন তিনি। গেলেন তাঁদের দিকে তেড়ে। ভিডিয়ো দেখেই একশ্রেণির প্রশ্ন, ‘তিনি কি মানসিক অবসাদে ভুগছেন?’
রাজের প্রশংসায় শুভশ্রী
এরই মধ্যে সময় বের করে শুভশ্রীকে নিয়ে গেলেন ডিনারে। সেই ছবি শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। বাহারি খাবার, আর সঙ্গে প্রিয় মানুষ–এই বিশেষ সময়ে আর কীই বা চান তিনি? কিছু দিন আগেই মুম্বই গিয়েছিলেন রাজ চক্রবর্তী। সেখান থেকে ফিরেছেন সদ্য। ফিরে এসেই পরিচালক ব্যস্ত স্ত্রীর পরিচর্যায়। সেই ছবি সামনে আসতেই নেটিজেনদের একটা বড় অংশ প্রশংসায় পঞ্চমুখ। রাজ পেয়ে গিয়েছেন আদর্শ স্বামীর তকমাও।
স্মৃতিতে ফিরলেন সোনু
অনু মালিকের সঙ্গে সোনু নিগমের আলাপ হয় মাত্র ১৪ বছর বয়সে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? সম্প্রতি এক সাক্ষাৎকারে মজা করে সোনু বলেছেন, ”প্রথম-প্রথম ভয় লাগত, আমি নতুন ছিলাম। আমায় অত্যাচার করতেন, কিন্তু আমি পরে বুঝেছি, যত ওনাকে চেপে ধরা হয়, ততই উনি নিজেকে গুঁটিয়ে নেন।”