Smoking Britain: ব্রিটেনে বন্ধ ধূমপান?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 08, 2023 | 1:42 PM

ব্রিটেনে ধূমপান বন্ধ করতে উঠে পড়ে লেগেছে ঋষি সুনক প্রশাসন। সূত্রের খবর নিউজিল্যান্ডের মতো এবার বিলেতেও বন্ধ হবে ধূমপান। ২০২২ থেকে নিউজিল্যান্ডে শুরু হয়েছে কিউইদের ধূমপান মুক্ত করার একটি বিশেষ ড্রাইভ। নিউজিল্যান্ড সরকার ঘোষণা করেছে একটি বিশেষ নিয়ম।

ব্রিটেনে ধূমপান বন্ধ করতে উঠে পড়ে লেগেছে ঋষি সুনক প্রশাসন। সূত্রের খবর নিউজিল্যান্ডের মতো এবার বিলেতেও বন্ধ হবে ধূমপান। ২০২২ থেকে নিউজিল্যান্ডে শুরু হয়েছে কিউইদের ধূমপান মুক্ত করার একটি বিশেষ ড্রাইভ। নিউজিল্যান্ড সরকার ঘোষণা করেছে একটি বিশেষ নিয়ম। ২০০৯ এর পর যাদের জন্ম তাদের বিক্রি করা যাবে না সিগারেট।

এদিকে ঋষি সুনকের সরকারের লক্ষ্য ২০৩০ এর মধ্যে ব্রিটেনকে ধূমপানমুক্ত করা। সেই লক্ষ্যে এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। নাগরিকদের দেওয়া হচ্ছে বিনামূল্যে ভেপ কিট। গর্ভবতী মহিলাদের ধূমপান ছাড়ানোর জন্য শুরু হয়েছে ভাউচার স্কিম। বাধ্যতামূলক সতর্কতা বার্তা প্রচার করা হচ্ছে নসিগারেটের প্যাকেটে। তবে বিরোধীদের বক্তব্য সরকার নির্বাচনকে পাখির চোখ করেই এসব করছে। সূত্রের খবর আগামী বছর নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী ঋষি সুনক এই পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন।