China drilling earth: কেন পৃথিবীর সম্পদ লুট করছে চিন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 03, 2023 | 11:53 PM

China drilling earth: এখানে মজুত করা আছে চিনের বৃহত্তম শেল গ্যাস। চিনা সরকারের মতে,এই গ্যাস থেকে বিদ্যুতের ঘাটতি মেটানো যাবে। এমনকি জ্বালানির অভাবও পূরণ করা যাবে।

Follow Us

পৃথিবীর অন্দরে সম্পদ খুঁজতে চিন ১০ কিমি গর্ত খনন করেছে। পৃথিবীর সম্পদ লুট করতে চাইছে চিন। এই কাজটি করা হয়েছে সিচুয়ান প্রদেশে। চিনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন এই কাজ করছে। চিনা সরকার চাইছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান করতে। এই গ্যাস পাওয়ার জন্য তারা গভীর গর্ত খনন করেছে। গর্তের গভীরতা প্রায় ১০,৫২০ মিটার। এটি এখনও পর্যন্ত গভীরতম কূপ বলে জানানো হয়েছে। এই প্রকল্পটি এমন ভাবে নকশা করা হয়েছে,যাতে প্রাকৃতিক সম্পদকে সহজে তুলে আনা যায়। এখানে গর্ত খননের কাজ করা খুবই কঠিন। সেখানকার তাপমাত্রা প্রায় ২২৪ ডিগ্রি সেলসিয়াস। সিচুয়ান এলাকায় আছে অনেক সম্পদ । এখানে মজুত করা আছে চিনের বৃহত্তম শেল গ্যাস। চিনা সরকারের মতে,এই গ্যাস থেকে বিদ্যুতের ঘাটতি মেটানো যাবে। এমনকি জ্বালানির অভাবও পূরণ করা যাবে।

পৃথিবীর অন্দরে সম্পদ খুঁজতে চিন ১০ কিমি গর্ত খনন করেছে। পৃথিবীর সম্পদ লুট করতে চাইছে চিন। এই কাজটি করা হয়েছে সিচুয়ান প্রদেশে। চিনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন এই কাজ করছে। চিনা সরকার চাইছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান করতে। এই গ্যাস পাওয়ার জন্য তারা গভীর গর্ত খনন করেছে। গর্তের গভীরতা প্রায় ১০,৫২০ মিটার। এটি এখনও পর্যন্ত গভীরতম কূপ বলে জানানো হয়েছে। এই প্রকল্পটি এমন ভাবে নকশা করা হয়েছে,যাতে প্রাকৃতিক সম্পদকে সহজে তুলে আনা যায়। এখানে গর্ত খননের কাজ করা খুবই কঠিন। সেখানকার তাপমাত্রা প্রায় ২২৪ ডিগ্রি সেলসিয়াস। সিচুয়ান এলাকায় আছে অনেক সম্পদ । এখানে মজুত করা আছে চিনের বৃহত্তম শেল গ্যাস। চিনা সরকারের মতে,এই গ্যাস থেকে বিদ্যুতের ঘাটতি মেটানো যাবে। এমনকি জ্বালানির অভাবও পূরণ করা যাবে।

Next Article