China Flight C919 News: চিনের তৈরি প্রথম যাত্রীবাহী বিমান

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 05, 2023 | 7:12 PM

লাল ড্রাগনের দেশ, চিনে তৈরি হল প্রথম যাত্রীবাহী বিমান। সি৯১৯ বিমানটিতে আছে ১৬৪টি আসন। সাংহাই থেকে বেজিং সি ৯১৯ তার মেইডেন ফ্লাইট সম্পূর্ণ করেছে। ছিলেন ১৩০ জনেরও বেশি যাত্রী। চিনের জাতীয় টেলিভিশন এই খবর সম্প্রচার করেছে। ক'বছর আগে এই উড়ানের পরীক্ষা মূলক উড়ানের সময়ে চিনের প্রেসিডেন্ট আসেন

বিশ্ব আকাশে নিজের ছাপ রাখতে বদ্ধপরিকর চিন। লাল ড্রাগনের দেশ, চিনে তৈরি হল প্রথম যাত্রীবাহী বিমান। সি৯১৯ বিমানটিতে আছে ১৬৪টি আসন। সাংহাই থেকে বেজিং সি ৯১৯ তার মেইডেন ফ্লাইট সম্পূর্ণ করেছে। ছিলেন ১৩০ জনেরও বেশি যাত্রী। চিনের জাতীয় টেলিভিশন এই খবর সম্প্রচার করেছে। ক’বছর আগে এই উড়ানের পরীক্ষা মূলক উড়ানের সময়ে চিনের প্রেসিডেন্ট আসেন। শি জিন পিং বসেনও এই বিমানের ককপিটে। প্রেসিডেন্ট জিন পিং এই উদ্ভাবনকে দেশের অন্যতম সৃষ্টিশীল প্রাপ্তি বলেন। বিমানটি চিনে তৈরি হলেও যন্ত্রাংশ এবং ইঞ্জিন এসেছে বিদেশ থেকে । তৈরি করেছে কমার্শিয়াল অ্যাভিয়েশন কর্পোরেশন অফ চায়না, কোমাক । আন্তর্জাতিক বাজারে বোয়িং আর এয়ারবাসের একচেটিয়া আধিপত্য খর্ব করতে আবির্ভাব সি ৯১৯ এর। আগামী ৫ বছরে ১৫০টি এমন বিমান বানাবে কোমাক। ইতিমধ্যে ৫টি বিমান তৈরির বরাত পেয়েছে এই সংস্থা।