Coca Cola News: সুরাপায়ীদের জন্য সুখবর দিল কোকা কোলা

TV9 Bangla Digital | Edited By: rahul Sadhukhan

Dec 17, 2023 | 7:03 PM

কোকা কোলার মদ। কোকা কোলার মদ মিলছে গোয়া ও মহারাষ্ট্রে। কোকা কোলার এই মদের ২৫০ মিলি ক্যানের দাম ২৩০ টাকা। সামনেই উৎসবের মরসুম। যদি বড়দিন বা বর্ষবরণের উৎসবে গোয়ায় ছুটি কাটাতে চান, তবে সমুদ্র সৈকতে ফেনি, রাম, ভদকার সঙ্গে চুমুক দিতেই পারেন কোকা কোলার হুইস্কিতে।

মদের বাজারে পা রাখল কোকা কোলা। ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা বাজারে এবার নিয়ে এসেছে নতুন ধরনের মদ। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। কোকা কোলা বাজারে নিয়ে এল, হুইস্কির নতুন ব্র্যান্ড, লেমন ডু! কিন্তু কবে থেকে পাবেন এই মদ?তবে কলকাতার সুরাপায়ীরা সেই সুবিধা পাচ্ছেন না এখনই। আপাতত ভারতের ২টি শহরে বিক্রি হচ্ছে কোকা কোলা সংস্থার মদ!

 

কোকা কোলার মদ। কোকা কোলার মদ মিলছে গোয়া ও মহারাষ্ট্রে। কোকা কোলার এই মদের ২৫০ মিলি ক্যানের দাম ২৩০ টাকা। সামনেই উৎসবের মরসুম। যদি বড়দিন বা বর্ষবরণের উৎসবে গোয়ায় ছুটি কাটাতে চান, তবে সমুদ্র সৈকতে ফেনি, রাম, ভদকার সঙ্গে চুমুক দিতেই পারেন কোকা কোলার হুইস্কিতে।