Aadhar Card Fraud: আধারে সাবধান, বলছে সরকার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 02, 2023 | 2:52 PM

নতুন ধরনের জালিয়াতি হচ্ছে আধার কার্ডে। এ বিষয়ে আধার কর্তৃপক্ষ সতর্ক করেছে জনসাধারণকে। আধার কর্তৃপক্ষ জানাচ্ছে UIDAI কখনওই ই মেল বা হোয়াটসঅ্যাপে ওটিপি বা পিন জানতে চায় না।

নতুন ধরনের জালিয়াতি হচ্ছে আধার কার্ডে। এ বিষয়ে আধার কর্তৃপক্ষ সতর্ক করেছে জনসাধারণকে। আধার কর্তৃপক্ষ জানাচ্ছে UIDAI কখনওই ই মেল বা হোয়াটসঅ্যাপে ওটিপি বা পিন জানতে চায় না। প্যান আধার লিঙ্ক, রেশন কার্ড আধার লিঙ্ক আর ফোন নম্বরে আধার লিঙ্কে সমস্যা হয় অনেকেরই। এই সমস্যার জায়গাতেই ফাঁদ পেতেছে হ্যাকাররা। UIDAI বলছে আধার কার্ডের সমস্যায় যান মাইআধার পোর্টাল ও কাছের আধার কেন্দ্রে। ভারতীয়দের কাছে গুরুত্বপূর্ণ নথি আধারের ১২ সংখ্যা। অসাধু ব্যক্তিরা আধারের তথ্য কাজে লাগিয়ে অনেক অবৈধ কাজই করতে পারে। তাই সাবধানে থাকতে বলছেন সাইবার বিশেষজ্ঞরাও। কিউআর কোড ব্যবহার করতে জোর দিচ্ছে সরকার। কিউআর কোড জাল করে আধার তথ্য চুরি করা কঠিন। কীভাবে কিউআর কোড যাচাই করবেন? এমআধার অ্যাপ ইনস্টল করে ভেরিফাই আধার অপশন ক্লিক করুন। কিউআর কোড স্ক্যান করে আধার গ্রাহকের তথ্য দেবে। তথ্য যাচাই করে নিন। যদি দেখেন আধারে হস্তক্ষেপ হয়েছে। তৎক্ষণাৎ রিপোর্ট করুন uidai.gov.in এ। হেল্প লাইন ১৯৪৭ এ ফোন করে অভিযোগ করতে পারেন।