Lunar Roving Vehicle : প্রথম চাঁদের গাড়ি
চন্দ্রযান ৩ এর ৫০ বছর আগে চাঁদের মাটিতে গাড়ি চালিয়েছিলেন এক মার্কিন মহাকাশচারী। ডেভিড র্যান্ডলফ স্কট আমেরিকার অবসরপ্রাপ্ত পাইলট। ১৯৭১ জুলাইয়ে অ্যাপেলো ১৫ মিশনের প্রধান ছিলেন তিনি। অ্যাপেলো ১৫ মিশনে স্কট ছাড়াও ছিলেন আলফ্রড ওয়ার্ডেন ও জেমস আরউইন।
চন্দ্রযান ৩ এর ৫০ বছর আগে চাঁদের মাটিতে গাড়ি চালিয়েছিলেন এক মার্কিন মহাকাশচারী। ডেভিড র্যান্ডলফ স্কট আমেরিকার অবসরপ্রাপ্ত পাইলট। ১৯৭১ জুলাইয়ে অ্যাপেলো ১৫ মিশনের প্রধান ছিলেন তিনি। অ্যাপেলো ১৫ মিশনে স্কট ছাড়াও ছিলেন আলফ্রড ওয়ার্ডেন ও জেমস আরউইন। স্কট বিশ্বের ৭ম ব্যক্তি হিসাবে চাঁদে পা দেন। চাঁদে তিনি ১৮ ঘণ্টা ৩৭ মিনিট কাটান। পৃথিবী থেকে ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে গাঁরই চালান ডেভিড র্যান্ডলফ স্কট। বিশ্বের ১ম ব্যক্তি হিসাবে লুনার রোভিং ভেহিকেল চালান স্কট। চাঁদের রাইসিলিং নামক গর্তের পশ্চিম অঞ্চলে রোভিং ভেহিকেল চালাতে চালাতে এক কাণ্ড করেন তিনি। আচমকাই নেমে পড়েন রোভার থেকে। তুলে নেন চাঁদের পাথর। নাসাকে স্কট জানান রোভারের সিটবেল্টে অস্থির হয়ে তিনি নামেন। এই কাজ যথেষ্ট ঝুঁকির ছিল। এখনও নাসার মিউজিয়ামে আছে সেই পাথর। পাথরটির নাম সিটবেল্ট রক। লুনার রোভিং ভেহিকেলটি তৈরি করে বোয়িং অ্যান্ড জেনারেল মোটরস। এর প্রতিটি চাকায় ছিল ২০০ ওয়াটের ইলেকট্রিক মোটর। ঘণ্টায় ১২ কিমি বেগে চাঁদে ছুটেছে লুনার রোভিং ভেহিকেল। চাঁদে ২৮ কিলোমিটার পাড়ি দেয় এই গাড়ি।