Prion Diseases: কোভিডের পরে জমাট ব্রেন

Prion Diseases: কোভিডের পরে জমাট ব্রেন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 15, 2023 | 6:03 PM

৬২ বছরের এক বৃদ্ধ নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হন। তাঁর হাঁটাচলার সমস্যা ও স্মৃতি হারিয়ে যাচ্ছিল। জানা যায় কোভিড ১৯ করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে সমস্যার শুরু। দেড় মাস হাসপাতালে ভর্তি থাকেন ওই বৃদ্ধ। ভর্তির ৩ সপ্তাহ পর থেকে তাঁর কথাবার্তা বন্ধ হয়ে যায়। তরল খাবার খেতে পারতেন না তিনি। সারা দেহে প্রচন্ড ব্যথা নিয়ে দেড় মাস পর তাঁর মৃত্যু হয়।

৬২ বছরের এক বৃদ্ধ নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হন। তাঁর হাঁটাচলার সমস্যা ও স্মৃতি হারিয়ে যাচ্ছিল। জানা যায় কোভিড ১৯ করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে সমস্যার শুরু। দেড় মাস হাসপাতালে ভর্তি থাকেন ওই বৃদ্ধ। ভর্তির ৩ সপ্তাহ পর থেকে তাঁর কথাবার্তা বন্ধ হয়ে যায়। তরল খাবার খেতে পারতেন না তিনি। সারা দেহে প্রচন্ড ব্যথা নিয়ে দেড় মাস পর তাঁর মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান তিনি প্রায়ান রোগে আক্রান্ত। দেহকোষে প্রায়ান প্রোটিনের মাত্রাধিক্যে এই রোগ হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন প্রায়ানের কারন কোভিড ১৯ করোনা ভাইরাস। এতে মস্তিষ্ক জমাট বেঁধে যায়। মস্তিষ্কের এমন ক্ষতি হয় যে স্মৃতিভ্রংশ পর্যন্ত ঘটে। হাঁটাচলার অসুবিধে ও ব্যক্তিত্বের পরিবর্তনও ঘটে। এমনিতেই করোনার প্রভাবে ব্রেন ফগ, চুল পড়া ও স্নায়বিক সমস্যা ঘটে বলে জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা।