Panchayat Election 2023: তৃণমূলের হয়ে দেওয়াল লিখছে সিপিআইএম!
তৃণমূল এর প্রার্থীর হয়ে দেওয়াল লিখছে সিপিআইএম প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছেন সিপিএমের প্রার্থী পুলক সরকার। মালদহের হবিবপুরে এমনই ছবি উঠে এল।
তৃণমূল এর প্রার্থীর হয়ে দেওয়াল লিখছেন সিপিআইএম প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছেন সিপিএমের প্রার্থী পুলক সরকার। মালদহের হবিবপুরে এমনই ছবি উঠে এল। আর সিপিএমের এই প্রার্থীকে ঘিরে শুরু হয়েছে চর্চা। অনেকেই এ ধরনের রাজনৈতিক সৌজন্যতার ছবি দেখতে পেয়ে বাহবা দিচ্ছেন। একজন পঞ্চায়েত স্তরের প্রার্থী তার মূল প্রতিদ্বন্দ্বীর নামের দেওয়াল লিখন করায় অনেকেই আবার আকাশ থেকে পড়ছেন। তবে সিপিএমের প্রার্থী পুলক সরকার বলেন এইটা আমার পেশা। ভোট আসলেই সকল রাজনৈতিক দলের দেওয়াল লিখনের কাজ করেন তিনি। কোনদিন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এবার প্রথম ভোটে দাঁড়িয়েছি। তবে সংগঠন ছোটবেলা থেকেই সামলে এসেছি। ছাত্র জীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অসময়ে কেউ প্রার্থী হতে চাইছে না।তাই আমি নিজে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই নির্বাচনের লড়াই এর খরচ যোগাতে আমার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের হয়ে দেওয়াল লিখন করতে হচ্ছে। তবে এটা আমার পেশাও বটে। কিন্তু এই পরিস্থিতিতে নিজে যখন প্রার্থী। অপরের দেওয়াল লিখন করাই অনেকে কথাও শোনাই। সে মত মানুষকে বুঝিয়ে বলি। পুলকবাবু শিল্পী হলেও রাজনৈতিক জীবনে সিপিএমের একনিষ্ঠ কর্মী। এক সময়ে দাপিয়ে এসএফআই, ডি ওয়াই এফ আই সহ সিপিএমের একাধিক সংগঠনের দায়িত্ব সামলেছেন। তবে এবার তিনি নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিনের বেলা তৃণমূলে কংগ্রেসের হয়ে দেওয়াল লিখন করছেন। সন্ধ্যাবেলায় সিপিএম প্রার্থী হিসেবে নিজের সমর্থনে ভোট প্রচার করছেন। পঞ্চায়েত নির্বাচনে তিনি নিজের দল ছড়াও বিজেপি, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের হয়ে দেওয়াল লিখন করছেন। একটি দেওয়াল লিখনের জন্য তিনি গড়ে ৩০০ টাকা পান। সব মিলিয়ে ভোটের মরশুমে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা আয় হয়। তবে এ বছর তার দেওয়াল লিখনের আয় দিয়ে ভোটের লড়াই করবেন বলে জানিয়েছেন পুলকবাবু। পরিবারের তার স্ত্রী ছাড়াও দুই মেয়ে মা রয়েছেন। বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েতের ২২২ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছাড়াও বিজেপি প্রার্থী বিক্রম সরকার, বিএসপি প্রার্থী অশোক কুমার বর্মন প্রতিদ্বন্দ্বিতা করছেন।তবে ভোটের লড়াই এ মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডিতে এমন রাজনৈতিক সৌজন্যেতার ছবি বিরল তা বলার অপেক্ষা রাখে না।