Cricketer Who was Hanged: বিশ্বের একমাত্র ক্রিকেটার যার ফাঁসি হয়

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 30, 2023 | 6:31 PM

বিশ্বের একমাত্র ক্রিকেটার যার ফাঁসি হয়। কে তিনি জানেন? ক্যারেবিয়ান ডান হাতি বোলার লেসলি হিলটনের ফাঁসি হয়। স্ত্রীকে খুন করার অপরাধে ফাঁসি হয় ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের। ১৯৩৫এ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ওয়েস্ট ইন্ডিজ দলের নির্ভরযোগ্য এই ক্রিকেটারের জীবনের শেষ হয় ফাঁসির মঞ্চে।

বিশ্বের একমাত্র ক্রিকেটার যার ফাঁসি হয়। কে তিনি জানেন? ক্যারেবিয়ান ডান হাতি বোলার লেসলি হিলটনের ফাঁসি হয়। স্ত্রীকে খুন করার অপরাধে ফাঁসি হয় ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের। ১৯৩৫এ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ওয়েস্ট ইন্ডিজ দলের নির্ভরযোগ্য এই ক্রিকেটারের জীবনের শেষ হয় ফাঁসির মঞ্চে। ক্যারেবিয়ানদের হয়ে ৪০টি একদিনের ম্যাচ ও ৬টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। লেসলি হিলটন তাঁর স্ত্রী লারলাইন রোজকে গুলি করে খুন করেন। লেসলি ও লারলাইনের এক পুত্র সন্তানও ছিল। হিলটনের সন্দেহ ছিল তাঁর স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত। এক রাত্রে এ বিষয়ে স্ত্রীকে প্রশ্ন করেন। স্ত্রী স্পষ্ট স্বীকার করেন তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। সঙ্গে সঙ্গে বাদানুবাদ শুরু হয় দম্পতির। নিজের রিভলভার দিয়ে সাতটি গুলি করে স্ত্রীকে খুন করেন ক্যারেবিয়ান ক্রিকেটার। ৫০ বছর বয়সে ১৭মে ১৯৫৫এ ফাঁসির সাজা হয় লেসলি হিলটনের। তখন তাঁর বয়স ৫০।