FIFA World Cup 2022: প্রমোদতরীতে রাজার হালে কাতার যাবেন ফুটবলারদের রানিরা!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 15, 2022 | 6:45 PM

ব্র্যান্ড নিউ এমএসসি ওয়ার্ল্ড ইউরোপায় ৬৭৬২ জন যাত্রীর থাকার ব্যবস্থা আছে। ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানের সময় জাহাজটি কাতারের দোহা উপকূলে নোঙর করা থাকবে।

জাহাজটির দাম ১ বিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩২৭ কোটি টাকারও বেশি। যে ক্রুজে চেপে কাতার যাচ্ছেন ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড়দের স্ত্রী ও সঙ্গিনীরা। কাতার বিশ্বকাপের সময় ইংল্যান্ড দলের ফুটবলারদের দোহার সৌক আল ওয়াকরা হোটেলের বায়ো বাবলে রাখা হবে। আর তাঁদের সঙ্গিনীদের জন্য এই প্রমোদ তরী।

ব্র্যান্ড নিউ এমএসসি ওয়ার্ল্ড ইউরোপায় ৬৭৬২ জন যাত্রীর থাকার ব্যবস্থা আছে। ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানের সময় জাহাজটি কাতারের দোহা উপকূলে নোঙর করা থাকবে। থাকার খরচ জন প্রতি ছয় হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ লক্ষ ষাট হাজার টাকা। এমএসসি ওয়ার্ল্ড ইউরোপায় রয়েছে ১টি ৬৪৩ ফুট প্রমোনেড পুল, ১৪টি ওশান ভিউ ওয়ার্লপুল এবং ৬টি সুইমিং পুল।