Dark Patterns Explained: মারাত্মক ‘ডার্ক প্যাটার্নস’ কী জানেন?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jul 07, 2023 | 9:11 AM

ইন্টারনেটে গ্রাহকের পছন্দ নিয়ন্ত্রণ করার কৌশল ডার্ক প্যাটার্ন। এই ডার্ক প্যাটার্ন বাধ্য করে একজন ইউজারকে তার ইচ্ছের বিরুদ্ধে চালিত করতে। কোনও ওয়েবসাইট যা চায় সেই দিকে নিয়ে যেতে পারে এর মাধ্যমে।

ইন্টারনেটে গ্রাহকের পছন্দ নিয়ন্ত্রণ করার কৌশল ডার্ক প্যাটার্ন। এই ডার্ক প্যাটার্ন বাধ্য করে একজন ইউজারকে তার ইচ্ছের বিরুদ্ধে চালিত করতে। কোনও ওয়েবসাইট যা চায় সেই দিকে নিয়ে জেতে পারে এর মাধ্যমে। কোনও ই-কম সাইট থেকে অন্য কোনও উইন্ডো বা সাইটে নিয়ে জেতে পারে ডার্ক প্যাটার্ন। অনেক সময় কোনও কিছু কেনার পর কোনও উইজার্ড ডাউনলোড করতে বলে। এতে গ্রাহককে ড্রপবক্স সেট আপের সময়ে ফাইল ব্যাকআপ রাখতে বলা হয়। এতে অসুবিধে নেই কিন্তু সেটআপ বটনে থাকে না ‘নট রাইট নাও’। এটায় লুকিয়ে থাকতে পারে কোনও রকম প্রতারণা। এটাই ডার্ক প্যাটার্নের সহজ উদাহরণ। তা ছাড়াও থাকে বেশ কিছু ছদ্মবেশী বিজ্ঞাপন। ডাউনলোড বটন বা লিঙ্ক প্রিভিউয়ের ছদ্মবেশে সেই বিজ্ঞাপন নিয়ে যায় অন্য সাইটে। থাকে সন্দেহজনক সাবস্ক্রিপশন। এর ফ্রি সাবস্ক্রিপশনের সময় ডার্ক প্যাটার্নস খেলা দেখায়। সাইন আপের সময় দিতে হয় ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য। অনলাইন মার্কেটিং সংস্থাগুলোকে ডার্ক প্যাটার্ন বন্ধের কড়া বার্তা দিয়েছে সরকার। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক দফতরের সচিব রোহিত কুমার সিং ২৮ জুন এই কড়া ফরমান যারই করেন। ১৩ জুন হালকা ভাবে ই-কমার্স ওয়েবসাইট গুলোকে ডার্ক প্যাটার্নস বন্দের কথা বলে ওই দফতর। কিন্তু এবার এল একেবারে সরকারি হুঁশিয়ারি। বন্ধ করতেই হবে ডার্ক প্যাটার্নস। একটি তথ্য বলছে ২০২৫ এর মধ্যে ৯০ কোটি ভারতীয় ইন্টারনেট ব্যবহার করবে। এই অবস্থায় ক্রমবর্ধমান ডার্ক প্যাটার্নস ক্ষতিই করবে। তাই নড়েচড়ে বসেছে সরকার ও কনজিউমার প্রোটেকশন রেগুলেটর। উপভোক্তার কষ্টার্জিত অর্থ যাতে এই ফাঁদে পড়ে নষ্ট না হয় তাই এই হুঁশিয়ারি ।