Bankura News: বন্যার জলে ভেসে এল মহিলার দেহ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 05, 2023 | 8:59 PM

শালী নদীর বন্যার জলে ভেসে এল এক মহিলার মৃতদেহ। গতকাল বিকালে শালী নদীর তীরে ওই দেহটি পড়ে থাকতে দেখেন বাঁকুড়ার সোমসার এলাকার বাদিন্দারা । পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম অঞ্জলী সিংহ।

শালী নদীর বন্যার জলে ভেসে এল এক মহিলার মৃতদেহ। গতকাল বিকালে শালী নদীর তীরে ওই দেহটি পড়ে থাকতে দেখেন বাঁকুড়ার সোমসার এলাকার বাদিন্দারা । পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম অঞ্জলী সিংহ। মৃতার বাড়ি পাত্রসায়ের থানার বেন্দা গ্রামে।

শালী নদীর মোহানায় মৃতদেহটি আটকে থাকতে দেখে গতকাল স্থানীয়রা ইন্দাস থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতা মহিলার বাড়ি বেন্দা গ্রাম থেকে শালী নদীর মোহানার দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। দেহটি এতটা দূরত্ব নদীর জলেই ভেসে এসেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই মহিলার মৃত্যুর সঠিক কারণও খতিয়ে দেখা হচ্ছে।