Bhadreswar Horse Death: ভদ্রেশ্বরের রাস্তায় ৯ ঘণ্টা পড়ে মৃত ঘোড়া!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 23, 2023 | 8:25 PM

স্থানীয় সূত্রে জানা যায়,দুজন ঘোড়াটিকে নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে রাস্তায় পরে যায়। রাস্তাতেই মৃত্যু হয় ঘোড়াটির।প্রচন্ড গরমে অসুস্থ হয়ে ঘোড়ার মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয়দের। দীর্ঘক্ষণ কেটে গেলেও ঘোড়াটিকে সৎকারে কোনো ব্যবস্থা করা হয়নি। ঢিল ছোঁড়া দূরত্বে বিঘাটি পঞ্চায়েতের কার্যালয় রয়েছে। পঞ্চায়েত এর পক্ষ থেকেও কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি

ভদ্রেশ্বর থানার বিঘাটি পঞ্চায়েতের ধিতারা এলাকায় সকাল থেকে একটি ঘোড়া মরে পরে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়,দুজন ঘোড়াটিকে নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে রাস্তায় পরে যায়। রাস্তাতেই মৃত্যু হয় ঘোড়াটির।প্রচন্ড গরমে অসুস্থ হয়ে ঘোড়ার মৃত্যু হয়েছে বলে অনুমান স্থানীয়দের। দীর্ঘক্ষণ কেটে গেলেও ঘোড়াটিকে সৎকারে কোনো ব্যবস্থা করা হয়নি। ঢিল ছোঁড়া দূরত্বে বিঘাটি পঞ্চায়েতের কার্যালয় রয়েছে। পঞ্চায়েত এর পক্ষ থেকেও কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা জানান মৃত ঘোরা থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে।এলাকায় দূষন ছড়ানো আশঙ্কা তৈরী হয়।নয় ঘণ্টা পরে স্থানীয় পশুপালকেরা বাধ্য হয়ে ঘোড়াটিকে সৎকারে ব্যবস্থা করেন। এক স্থানীয় বাসিন্দারা জানান, ঘোড়াটি যারা নিয়ে যাচ্ছিল তাদের খোঁজ মেলেনি।সম্ভবত অনেকটা পথ হাঁটার কারনে গরমে অসুস্থ হয়ে পরে ঘোড়াটি।মাটিতে পরে মৃত্যু হওয়ার পর ফেলে রেখে চলে যায় তারা। স্থানীয়রা উদ্যোগ নিয়ে সৎকারের ব্যবস্থা করে।

Published on: May 23, 2023 08:00 PM