Dhupguri Farmer Protest: ফসলের ন্যায্য দাম না পেয়ে বিক্ষোভে কৃষকরা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 23, 2023 | 8:12 PM

চাষ করতে যে টাকা ব্যয় হয়েছে সেই টাকার সিকি অংশটুকুও তুলতে পারছেন না। বর্তমানে বাজারের ঢেঁড়সের পাইকারি মূল্য ১ টাকা ২ টাকা কেজি। তার মধ্যে বাইরের রাজ্যে যাচ্ছেনা। স্বাভাবিকভাবে রীতিমতো ক্ষতির মুখে কৃষকরা। এই মুহূর্তে ঢেঁড়সের ফলন শুরু হয়েছে । তার মধ্যে এভাবে দাম না পাওয়ায় দিশেহারা তারা

ফসলের ন্যায্য দাম না পেয়ে বিক্ষোভ দেখালো কৃষকরা। ধূপগুড়ি সুপার মার্কেটে এদিন ঢেঁড়স ফেলে রীতিমত বিক্ষোভে সামিল হন প্রায় ১৫০ শতাধিক কৃষক। কৃষকদের অভিযোগ, উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না তারা। চাষ করতে যে টাকা ব্যয় হয়েছে সেই টাকার সিকি অংশটুকুও তুলতে পারছেন না। বর্তমানে বাজারের ঢেঁড়সের পাইকারি মূল্য ১ টাকা ২ টাকা কেজি। তার মধ্যে বাইরের রাজ্যে যাচ্ছেনা। স্বাভাবিকভাবে রীতিমতো ক্ষতির মুখে কৃষকরা। এই মুহূর্তে ঢেঁড়সের ফলন শুরু হয়েছে । তার মধ্যে এভাবে দাম না পাওয়ায় দিশেহারা তারা। প্রশ্ন তুলছেন টাক্সফোর্স এর ভূমিকা নিয়োও। যেখানে বাজারে দ্রব্যমূল্যের উপর নজরদারি করার জন্য রাজ্য সরকার এর আগে এই টাক্সফোর্স গঠন করেছিল, তাদের ও নজরদারি নেই বলে অভিযোগ। তাই কৃষকরা ধূপগুড়ি সুপার মার্কেট কাঁচা সবজি বিক্রয় কেন্দ্রের রাস্তায় উপর, বিক্রয় কেন্দ্রের মাঝে ঢেঁড়স ফেলে বিক্ষোভ দেখালেন তারা। প্রসঙ্গত, এরআগে ধূপগুড়ি শহর দেখেছে শসার মশরুমে রাস্তায় সাজা ফেলে বিক্ষোভের ছবি। এমনকি আলু ফেলেও রাস্তায় বিক্ষোভ করতে দেখা গিয়েছিলো কৃষকদের। তবে এভাবে ঢেঁড়স ফেলে বিক্ষোভের ঘটনায় রীতিমতো চাপ সৃষ্টি করছে কৃষি দপ্তরের ওপর।