Electric Department Negligence: গিয়েছিলেন সব্জি তুলতে…
মাঠে সব্জি তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, প্রতিবাদে রাস্তা অবরোধ। বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিয়াহাট পূর্ব পাড়ার বছর আটচল্লিশের গৃহবধূ হাসিনারা বিবি বুধবার সকালে মাঠে যায় সব্জি আনতে। সেখানেই বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। অজান্তে সেই তার গায়ে লেগে যায়। তারপরে ঘটনাস্থলে মৃত্যু হয় হাসিনারা বিবি।
মাঠে সব্জি তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, প্রতিবাদে রাস্তা অবরোধ। বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিয়াহাট পূর্ব পাড়ার বছর আটচল্লিশের গৃহবধূ হাসিনারা বিবি বুধবার সকালে মাঠে যায় সব্জি আনতে। সেখানেই বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। অজান্তে সেই তার গায়ে লেগে যায়। তারপরে ঘটনাস্থলে মৃত্যু হয় হাসিনারা বিবি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার থেকে গ্রামবাসীরা। উত্তেজিত জনতা কাটিয়াহাট বিদ্যুৎ দপ্তরের সামনে রাস্তা অবরোধ ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মৃত্যুর ঘটনায় পুনরায় বিদ্যুৎ দপ্তরে আরো একবার গাফিলতির প্রশ্ন চিহ্ন উঠে গেল।