Gorumara National Park: এসেছিলেন ডুয়ার্স দেখতে, তারপর…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 02, 2023 | 3:53 PM

ডুয়ার্স দেখতে এসে আর বাড়ি ফেরা হলোনা। মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রান কেড়ে নিলো প্রতিমা দেবীর। ডুয়ার্সে বেড়াতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মধ্যম গ্রামের বাসিন্দা প্রতিমা দে ( ৬৩) নামে এক মহিলার।

ডুয়ার্স দেখতে এসে আর বাড়ি ফেরা হলোনা। মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রান কেড়ে নিলো প্রতিমা দেবীর। ডুয়ার্সে বেড়াতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মধ্যম গ্রামের বাসিন্দা প্রতিমা দে ( ৬৩) নামে এক মহিলার। জানা গেছে রবিবার সন্ধ্যার মুখে চার মহিলা পর্যটক ও এক পুরুষ পর্যটক সহ মোট ৫ পর্যটক নিয়ে একটি জিপসি গাড়ি গরুমারা জাতীয় উদ্যানের যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে জঙ্গল সাফারি করে রিসর্টে ফিরিছিলো। পথে গরুমারা জাতীয় উদ্যানের মহাকাল সংলগ্ন এলাকায় উল্টো দিক থেকে আসা একটি টাটা নেক্সা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে জিপসির ৫ যাত্রীই গুরুতর আহত হন। সাথে গাড়ির চালক ও পর্যটকদের গাইড তারাও আহত হন।

ঘটনার পর জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছিলো আরও গাড়ি। তারা এসে যাত্রীদের উদ্ধার করতে থাকেন। এরমধ্যেই ছুটে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। যখমদের উদ্ধার করে প্রথমে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানেই চিকিৎসকরা প্রতীমা দে ( ৬৩) মৃত বলে ঘোষনা করেন। বাকি আহত দের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এরপর তাদের মেডিক্যাল কলেজে আনা হলে সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে।

পর্যটকদের গাইড রবি ওড়াও জানান তারা বিকেলে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারে জঙ্গল সাফারি করতে গিয়েছিলেন। ফেরার পথে বৃষ্টি শুরু হয়। বিকেল ৫ টা নাগাদ তারা যখন গরুমারা জঙ্গলের মহাকালের কাছে এসে পৌছান তখন উল্টো দিক থেকে আচমকাই একটি গাড়ি এসে তাদের গাড়ির সামনে জোরে ধাক্কা দেয়। এতেই আহত হন সকলেই।তারপর তাদের মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়।

জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন এক হোয়াটস এপ বার্তায় জানিয়েছেন লাটাগুড়ি তে পথ দুর্ঘটনায় ৫ জন যখম হয়েছে। একজন মারা গেছে। আহতদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে।