Demonetization: স্বাধীনতার আগেও হয়েছিল নোটবন্দি!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 26, 2023 | 5:12 PM

বাজার থেকে ২০০০ টাকার নোট বাতিল হতে চলেছে। আরবিআই জানায়, ২০০০ টাকার নোট তুলে নেওয়া হবে। প্রথম নোটবন্দি কিন্তু ২০১৬ সালে হয়নি। ২০১৬ সালের আগেও নোটবন্দি হয়েছিল। ১৯৪৬ সালে প্রথম নোটবন্দি হয়েছিল। তখন ১০,০০০ টাকার নোটের চালু ছিল। কিন্তু এই নোট প্রত্যাহার করা হয়।

বাজার থেকে ২০০০ টাকার নোট বাতিল হতে চলেছে। আরবিআই জানায়, ২০০০ টাকার নোট তুলে নেওয়া হবে। প্রথম নোটবন্দি কিন্তু ২০১৬ সালে হয়নি। ২০১৬ সালের আগেও নোটবন্দি হয়েছিল। ১৯৪৬ সালে প্রথম নোটবন্দি হয়েছিল। তখন ১০,০০০ টাকার নোটের চালু ছিল। কিন্তু এই নোট প্রত্যাহার করা হয়। লেনদেন করার সময় এতো বড় অঙ্কের নোট সেভাবে ব্যবহার করা হত না। ১৯৪৬ সালে ১০,০০০ ,৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করা হয়। শুধু মাত্র ১০০ টাকার নোটের ব্যবহার ছিল। নোট বাতিলের সিদ্ধান্ত নেন গভর্নর জেনারেল স্যর আর্চিবল্ড ওয়েভেল। ৩১ বছর পর আবার নোট বন্দি হয় ১৯৭৮ সালে। বাতিল করা হয় ১০০০, ৫০০০ ও ১০,০০০ টাকার নোট। ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী মোরারজি দেশাই নোট বাতিলের সিদ্ধান্ত নেন। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের সিদ্ধান্ত নেন। ১০০০ এবং ৫০০ টাকার নোট বাতিল করেন। রিজার্ভ ব্যাঙ্ক চালু করে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট।