Malda Dengue Update: ডেঙ্গি নিয়ে এত চাপানউতোর কেন?
ডেঙ্গু নিয়ে উদবিগ্ন চিকিৎসকরা। অনেকেই ডেঙ্গুতে মারা যাচ্ছে। বিস্ফোরক দাবি ডেঙ্গুর চিকিৎসারত বেসরকারি চিকিৎসকদের। মালদায় সরকারিভাবে ডেঙ্গু নিয়ে মৃত্যুর কথা স্বীকার না করলেও।
ডেঙ্গু নিয়ে উদবিগ্ন চিকিৎসকরা। অনেকেই ডেঙ্গুতে মারা যাচ্ছে। বিস্ফোরক দাবি ডেঙ্গুর চিকিৎসারত বেসরকারি চিকিৎসকদের। মালদায় সরকারিভাবে ডেঙ্গু নিয়ে মৃত্যুর কথা স্বীকার না করলেও। গত কয়েকদিনেই মালদায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে দাবি বেসরকারি চিকিৎসকদের। যে সমস্ত চিকিৎসক নিয়মিত ডেঙ্গু নিয়ে চিকিৎসা করছেন জেলা জুড়ে, তাঁদের দাবি মালদায় এই বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার বেড়েছে। বিভিন্ন লক্ষনও বদলে যাচ্ছে। মানুষ মারা যাচ্ছে। যা চিন্তার। এদিকে ভোর রাতেই এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবারের দাবি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।হাসপাতালের চিকিৎসকরা তাই বলেছিলেন চিকিৎসার সময়। তবে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সেই স্কুল ছাত্রের মৃত্যুর পরে জানিয়েছে , ডেঙ্গুতে কোনো মৃত্যু হয় নি। এদিকে মালদার বিভিন্ন ব্লক, গ্রামীণ হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি রয়েছে বহু রোগী। বিভিন্ন বেসরকারি হাসপাতাল, নার্সিং হোমে অসংখ্য ডেঙ্গু আক্রান্ত ভর্তি হচ্ছে। যাঁদের চিকিৎসা করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন চিকিৎসকরা। তাঁরা সাফ জানাচ্ছেন, নিয়মিত রোগীর মৃত্যু হচ্ছে। এমনকি তাঁদের চিকিৎসার সময়ও মৃত্যু হয়েছে। মালদা শহরেই শতাধিক রোগী আক্রান্ত। অন্যদিকে জেলা জুড়ে আক্রান্ত প্রায় পাঁচশোতো বটেই। সব ক্ষেত্রেই স্বাস্থ্য দফতর এবং পুরসভার সচেতনতার অভাবের প্রতি অভিযোগ তুলেছেন চিকিৎসক মহল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সাধারণ মানুষ। অথচ এই পরিস্থিতিতে ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি এখনো পরিস্থিতি স্বাভাবিক।