Ragging in Bishnupur Engineering College: ব়্যাগিং রুখতে…
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার র্যাগিং প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিল বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। একাডেমিক বিভাগের পাশাপাশি এবার সিসি ক্যামেরার মোড়কে মুড়তে চলেছে হোস্টেলগুলিও।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার র্যাগিং প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিল বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। একাডেমিক বিভাগের পাশাপাশি এবার সিসি ক্যামেরার মোড়কে মুড়তে চলেছে হোস্টেলগুলিও। পাশাপাশি এবার বিভিন্ন বর্ষের পড়ুয়া ও তাদের অভিভাবকদের কাছ থেকে র্যাগিং সংক্রান্ত হলফনামা দেওয়ার পরই ভর্তি বা পরবর্তী বর্ষে ওঠার অনুমতি মিলছে। র্যাগিং এর ব্যাপারে একসময় বেশ দুর্নাম ছিল বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের। বেশিরভাগ ক্ষেত্রেই র্যাগিং এর শিকার হতে হত প্রথম বর্ষের আবাসিক পড়ুয়াদের। গত এক দশকেরও আগে র্যাগিং ঠেকাতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ। আর তার জেরে র্যাগিং এর অভিযোগ নেমে আসে একেবারে শূন্যতে। তা সত্বেও যাদবপুরের ঘটনা রাজ্যের অন্যান্য কলেজের পাশাপাশি ভাবিয়ে তুলেছে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষকেও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর এন্টি র্যাগিং কমিটির পাশাপাশি এন্টি র্যাগিং স্কোয়াডকে আরো বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একাডেমিক বিভাগের পাশাপাশি এবার হোস্টেলগুলিতেও সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত শুধুমাত্র প্রথম বর্ষের পড়ুয়াদের র্যাগিং সংক্রান্ত হলফনামা নেওয়া হলেও এবার থেকে প্রতিটি বর্ষের পড়ুয়া ও তাদের অভিভাবকদের র্যাগিং সংক্রান্ত হলফনামা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। হলফনামা দেওয়ার ক্ষেত্রে ভিন্ন নিয়মও চালু করা হয়েছে। এবার থেকে অনলাইনে আবেদন জানিয়ে হলফনামা দিলে তবেই প্রথম বর্ষে ভর্তি বা পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা।