Durgapur Ration Shop: রেশন সামগ্রীতে কাটছাঁট! রেশন ডিলারের বিরুদ্ধে সামগ্রী চুরির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রাহকদের

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Aug 22, 2023 | 7:11 PM

কোকওভেন থানা এলাকার এস.বি মোড় সংলগ্ন এক রেশন ডিলারের বিরুদ্ধে গ্রাহকদের স্লিপে দেওয়া রেশন সামগ্রী পরিমান থেকে কাটছাঁট করে সামগ্রী কম দেওয়া অভিযোগ। গ্রাহকদের থেকে মাথাপিছু ৫০০ গ্রাম করে সামগ্রী কেটে নেওয়া অভিযোগ।

কোকওভেন থানা এলাকার এস.বি মোড় সংলগ্ন এক রেশন ডিলারের বিরুদ্ধে গ্রাহকদের স্লিপে দেওয়া রেশন সামগ্রী পরিমান থেকে কাটছাঁট করে সামগ্রী কম দেওয়া অভিযোগ। গ্রাহকদের থেকে মাথাপিছু ৫০০ গ্রাম করে সামগ্রী কেটে নেওয়া অভিযোগ। এছাড়াও স্লিপ থাকা সামগ্রী না দিয়ে তা বকেয়া রেখে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ গ্রাহকদের। এই সমস্ত অভিযোগ তুলে রেশন ডিলারের সামনে বিক্ষোভ শুরু করে গ্রাহকরা। প্রয়াত রেশন ডিলার পঞ্চানন চক্রবর্তীর স্ত্রী চন্দ্রানী চক্রবর্তী জানিয়েছেন এখন সিটি সেন্টারে অবস্থিত মুখ্য রেশন অফিস থেকে কিছু বকেয়া দেওয়ার অনুমতি আসে তাহলে বকেয়া সামগ্রী দিয়ে দেওয়া হচ্ছে। গ্রাহকদের বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। গ্রাহকদের অভিযোগ স্লিপে লেখা রেশন সামগ্রী পরিমান থেকে কেন কম সামগ্রী দেওয়া হচ্ছে? বকেয়া রেশন সামগ্রী দীর্ঘদিন ধরে কেন দেওয়া হচ্ছে না কেন? গ্রাহকদের অভিযোগ ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে এই আশ্বাস পাওয়ায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।