Murshidabad Mid Day Meal News: এটা মিড ডে মিল!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 22, 2023 | 7:18 PM

স্কুলে নিম্ন মানের মিড-ডে মিল অভিযোগে স্কুল শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক কীর্তনিয়াপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে। চাল এবং ডালে পোকা থাকার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে।

স্কুলে নিম্ন মানের মিড-ডে মিল অভিযোগে স্কুল শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক কীর্তনিয়াপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে। চাল এবং ডালে পোকা থাকার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। জানাগেছে , মঙ্গলবার স্কুল খুলতেই, স্থানীয় মানুষজন স্কুলের মধ্যে ঢুকে উত্তেজনা সৃষ্টি করে। নিম্নমানের মিড-ডে মিল, চালে এবং ডালে পোকা বলে দাবি স্থানীয়দের। যদিও ততক্ষণে রান্নার কাজ শুরু হয়েছিল না বলে খবর।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ এবং পরিস্থিতির নিয়ন্ত্রণের মধ্যে আনে। খবর দেয়া হয় স্থানীয় প্রশাসনকে। একের পর এক, বিভিন্ন স্কুলে মিড-ডে মিলের খাদ্য সামগ্রী নিয়ে উঠছে প্রশ্ন? চলছে বিভিন্ন জায়গায় স্কুল শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে রাধুনীদের ঘিরে বিক্ষোভ ! হেলদোল নেই প্রশাসনের। একে অপরের দোষ দিয়ে কাটাচ্ছে বলেও জানা যায়। স্কুল ছাত্র ছাত্রীদের পুষ্টির জন্য দেওয়া হচ্ছে স্কুলে খাবার। তবে সেই খাবার স্কুল কর্তৃপক্ষ পাচ্ছে নিম্নমানের কিন্তু কেন প্রশ্ন রয়েছে একাধিক।