Indian Actor in Chaina: ভারতে ব্যর্থ, চিনে পাঠ্যবইয়ে, ফিল্মস্টার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 12, 2023 | 7:09 PM

Indian Actor in Chaina: ২০১৩ য় জিয়ানে করেন নিজের রেস্তোরাঁ রেড ফোর্ট। ২০১৭য় ভারতীয় সংস্কৃতিতে সাজানো সেই রেস্তোরাঁয় এক চিনা পরিচালক। ভাগ্যের চাকা ঘোরে দেব রাটুরির।

Follow Us

সংসার চালাতে দিন মজুরি করতেন দেব রাটুরি। ১৯৯৮ এ মুম্বইয়ে অডিশন দিয়ে অকৃতকার্য হন। ছোট থেকেই ব্রুস লির ফ্যান ছিলেন, শেখেন ক্যারাটে। ২০০৫ এ চিনা রেস্তোরাঁয় কাজ পান ওয়েটারের। বেতন ১০,০০০ টাকা। শেখেন চিনা ভাষা আর কুং ফু। এক বড় রেস্তোরাঁয় কাজ পান।

২০১৩ য় জিয়ানে করেন নিজের রেস্তোরাঁ রেড ফোর্ট। ২০১৭য় ভারতীয় সংস্কৃতিতে সাজানো সেই রেস্তোরাঁয় এক চিনা পরিচালক। ভাগ্যের চাকা ঘোরে দেব রাটুরির। SWAT সিরিয়ালে কাজ পান। ৩৫ এর বেশি সিরিয়াল ও সিরিয়ালে কাজ করেছেন দেব। এখন জিয়ান প্রদেশের স্কুলে সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে দেব রাটুরির সাফল্যর কাহিনি পড়ানো হয়।

নিজের গ্রাম ও রাজ্য থেকে ১৫০ জন যুবককে চিনে নিয়ে গিয়ে কর্মসংস্থান দেন দেব। তাঁর রেস্তোরাঁর ৭০ জন কর্মীর মধ্যে ৪০ জনই উত্তরাখণ্ডের।

সংসার চালাতে দিন মজুরি করতেন দেব রাটুরি। ১৯৯৮ এ মুম্বইয়ে অডিশন দিয়ে অকৃতকার্য হন। ছোট থেকেই ব্রুস লির ফ্যান ছিলেন, শেখেন ক্যারাটে। ২০০৫ এ চিনা রেস্তোরাঁয় কাজ পান ওয়েটারের। বেতন ১০,০০০ টাকা। শেখেন চিনা ভাষা আর কুং ফু। এক বড় রেস্তোরাঁয় কাজ পান।

২০১৩ য় জিয়ানে করেন নিজের রেস্তোরাঁ রেড ফোর্ট। ২০১৭য় ভারতীয় সংস্কৃতিতে সাজানো সেই রেস্তোরাঁয় এক চিনা পরিচালক। ভাগ্যের চাকা ঘোরে দেব রাটুরির। SWAT সিরিয়ালে কাজ পান। ৩৫ এর বেশি সিরিয়াল ও সিরিয়ালে কাজ করেছেন দেব। এখন জিয়ান প্রদেশের স্কুলে সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে দেব রাটুরির সাফল্যর কাহিনি পড়ানো হয়।

নিজের গ্রাম ও রাজ্য থেকে ১৫০ জন যুবককে চিনে নিয়ে গিয়ে কর্মসংস্থান দেন দেব। তাঁর রেস্তোরাঁর ৭০ জন কর্মীর মধ্যে ৪০ জনই উত্তরাখণ্ডের।

Next Video