রাজনীতির রংবদলের ছোঁয়া কি এ বার ফুলকপিতেও?
বেগুনি হলুদ লাল ফুলকপি দেখেছেন?
ফুলকপির রং সাদা। সবুজ হলে ব্রকলি। কিন্তু বেগুনি হলুদ লাল ফুলকপি দেখেছেন? নিশ্চয়ই ইদানিং বাজারে অথবা মোবাইলে ফেবুতে চোখে পড়েছে। এগুলো কি কপি? খাওয়া যায়? দাম বেশি? উপকারী না ক্ষতি কারক? চাষিরা কী বলছেন? কি বলছেন কৃষি বিশেষজ্ঞরা?
Published on: Mar 18, 2021 03:59 PM