টিভির রাণীমা দিতিপ্রিয়া রায় এবার সিনেমায় সাবিত্রী
সাবিত্রীর চরিত্রে দিতিপ্রিয়া

টিভির ‘রাণীমা’ দিতিপ্রিয়া রায় এবার সিনেমায় ‘সাবিত্রী’

utsha hazra |

Mar 06, 2021 | 3:51 PM

রাণী রাসমণি নাম শুনলে একজনের নামই আসে। তিনি হলেন দিতিপ্রিয়া রায়৷ এবার রাণীমা আসতে চলেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূমিকায়।

উত্তম কুমার বাঙালিদের জীবনে এক অন্য আবেগ। নতুন প্রজন্মের অভিনেতা, অভিনেত্রীদের কাছে এখনও তিনিই প্রেরণা। মহানায়কের জীবন নিয়ে দর্শকমহল থেকে টলিপাড়া কারোরই কৌতুহলের শেষ নেই। বড়পর্দায় নায়কের অভিনয়, হাসিতে মুগ্ধ সবাই। কিন্তু নায়ক হয়ে ওঠার আগে তাঁর জীবন ঠিক কেমন ছিল? বড় পর্দার চেনা উত্তমের বাইরের উত্তম কেমন ছিলেন? মহানায়কের জীবনের অচেনা দিক নিয়েই পরিচালক অতনু বোস তৈরি করতে চলেছেন ‘অচেনা উত্তম।’ উত্তম কুমারের চরিত্রে দর্শকরা দেখবেন শাশ্বত চট্টোপাধ্যায়। সুচিত্রা সেনের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্র দিতিপ্রিয়া রায়। প্রতিদিন তাঁকে রাণীমার চরিত্রে দেখতে অভ্যস্ত দর্শক। সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয়ের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন? উত্তর দিলেন TV9 বাংলার প্রশ্নের উত্তরের। দেখুন ভিডিয়ো।