Diwali 2021: মাটির নয়, এ অন্য প্রদীপের গল্প

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 26, 2021 | 1:14 PM

কালীপুজোর ঠিক আগের দিন চোদ্দ প্রদীপ জ্বালানোর চল সকলের ঘরে ঘরে। শাস্ত্রে আছে  ভূত চতুর্দশীর দিন সারা রাত এই প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়।

Follow Us

দুর্গাপুজো শেষ। আপাতত আরও এক মায়ের আশায় দিন গুনছেন শহরবাসী। আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আসছে কালীপুজো। আর কালীপুজো মানেই তো আলোর উৎসব। আলোর রোশনাই, প্রদীপের আলোয়  ভরে ওঠে চারিদিক। সারা দেশবাসী মাতে আলোর উৎসবে। কালীপুজোর ঠিক আগের দিন চোদ্দ প্রদীপ জ্বালানোর চল সকলের ঘরে ঘরে। শাস্ত্রে আছে  ভূত চতুর্দশীর দিন সারা রাত এই প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। তবে এই দীপাবলিতে মাটির প্রদীপ, মোমবাতি নয় এক অন্য প্রদীপের খোঁজ নিল TV9 বাংলা। সোনা, রূপোর প্রদীপ। হ্যাঁ, শুনে মনে হতেই পারে কেমন কয়েকশো বছর আগে ফিরে গেলাম। আগে রাজাদের আমলে এই সোনা, রূপোর প্রদীপের চল ছিল। কিন্তু এখনও কি সেই চল আছে? কীভাবে তৈরি হয় সোনা, রূপোর প্রদীপ? খোঁজ নিল TV9 বাংলা।

দুর্গাপুজো শেষ। আপাতত আরও এক মায়ের আশায় দিন গুনছেন শহরবাসী। আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আসছে কালীপুজো। আর কালীপুজো মানেই তো আলোর উৎসব। আলোর রোশনাই, প্রদীপের আলোয়  ভরে ওঠে চারিদিক। সারা দেশবাসী মাতে আলোর উৎসবে। কালীপুজোর ঠিক আগের দিন চোদ্দ প্রদীপ জ্বালানোর চল সকলের ঘরে ঘরে। শাস্ত্রে আছে  ভূত চতুর্দশীর দিন সারা রাত এই প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। তবে এই দীপাবলিতে মাটির প্রদীপ, মোমবাতি নয় এক অন্য প্রদীপের খোঁজ নিল TV9 বাংলা। সোনা, রূপোর প্রদীপ। হ্যাঁ, শুনে মনে হতেই পারে কেমন কয়েকশো বছর আগে ফিরে গেলাম। আগে রাজাদের আমলে এই সোনা, রূপোর প্রদীপের চল ছিল। কিন্তু এখনও কি সেই চল আছে? কীভাবে তৈরি হয় সোনা, রূপোর প্রদীপ? খোঁজ নিল TV9 বাংলা।

Next Video