Ditipriya Roy: ‘স্কুলে পড়ার সময় অনেক প্রপোজ়াল পেয়েছি’

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Oct 09, 2021 | 2:39 PM

২০২১ যতই ব্যস্ততার মধ্যে কাটুক না কেন পুজো কী আর মজা না কাটানো যা! এই বছর কী প্ল্যান করেছেন দিতিপ্রিয়া? কী কী শপিংই বা হল?

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আলোর রোশনাইয়ে ভরে উঠেছে শহর। পুজো মানে তো হই হুল্লোড়, দেদার মজা, পেটপুজো। পরিবারের সঙ্গে একসঙ্গে অনেকটা সময় কাটানো। হ্যাঁ, এইভাবে সময় কাটাতে ভালবাসেন আপনাদের প্রিয় তারকারাও। কথা হচ্ছিল দিতিপ্রিয়া রায়ের সঙ্গে। দিতিপ্রিয়া ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ। না শুধু ছোটপর্দা বললে ভুল বলা হবে। ‘রানী রাসমণি’তে রানীমা চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় নজর কেড়েছে দর্শকদের। পরিচালকদের পছন্দের তালিকায়ও  প্রথমে দিতিপ্রিয়া রায়ের নাম। তাঁর ঝুলিতে এখন ভর্তি সিরিজ ও সিনেমা। সদ্য মুম্বই থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক হিন্দি সিরিজের শুটিং সেরে কলকাতায় ফিরেছেন অভিনেত্রী। এর মধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিতে সইও করে ফেলেছেন। এত ব্যস্ততার মধ্যেও দুর্গাপুজো মিস করতে নারাজ দিতিপ্রিয়া। ২০২১ যতই ব্যস্ততার মধ্যে কাটুক না কেন পুজো কী আর মজা না কাটানো যা! এই বছর কী প্ল্যান করেছেন দিতিপ্রিয়া? কী কী শপিংই বা হল? রেস্তঁরায় পেটপুজো কি হবে? মনের ঝাঁপি মেলে ধরলেন TV9 বাংলার ক্য়ামেরায়। শেয়ার করলেন পুজোর চারদিনের প্ল্যান।