Train Horns: জেনে নিন ট্রেনের বিভিন্ন হর্ন-এর মানে
অনেক সময় ট্রেন ছোট হর্ন দেয়। এই ছোট হর্ন দেওয়ার মানে ট্রেনটি প্রস্তুত ইয়ার্ডে প্রবেশের জন্য। ট্রেনটি ধোয়ার জন্য ছোট হর্ন দেওয়া হয়। ট্রেন যখন ২টি ছোট হর্ন দেয়, তার মানে ট্রেনটি প্রস্তুত আছে চলার জন্য। এই হর্ন -এর মাধ্যমে গার্ডকে সংকেত দেওয়া হয়। ট্রেনটি যাত্রা শুরুর আগে এই হর্ন বাজানো হয়। ৩টি ছোট হর্ন বাজানোর মানে,লোকো পাইলট হারিয়েছেন ট্রেনের নিয়ন্ত্রণ।
অনেক মানুষই রোজ ট্রেনে যাতায়াত করেন। অনেক মানুষই জানেন না ট্রেনের হর্ন -এর ব্যপারে। ট্রেনে কতরকমের হর্ন আছে জানেন? ১১টি হর্ন ট্রেনে দেখতে পাওয়া যায়। অনেক সময় ট্রেন ছোট হর্ন দেয়। এই ছোট হর্ন দেওয়ার মানে ট্রেনটি প্রস্তুত ইয়ার্ডে প্রবেশের জন্য। ট্রেনটি ধোয়ার জন্য ছোট হর্ন দেওয়া হয়। ট্রেন যখন ২টি ছোট হর্ন দেয়, তার মানে ট্রেনটি প্রস্তুত আছে চলার জন্য। এই হর্ন -এর মাধ্যমে গার্ডকে সংকেত দেওয়া হয়। ট্রেনটি যাত্রা শুরুর আগে এই হর্ন বাজানো হয়। ৩টি ছোট হর্ন বাজানোর মানে,লোকো পাইলট হারিয়েছেন ট্রেনের নিয়ন্ত্রণ। সিগন্যাল সমস্যা থাকলে এই সংকেত দেওয়া হয়। প্রযুক্তিগত ত্রুটির জন্য ট্রেন ৪টি ছোট হর্ন বাজায়। যাত্রীদের সর্তক করা হয় যাতে ট্রেনের সামনে না যায়। অনেক সময় দেখা যায় ট্রেন একটি লম্বা এবং তার পরে একটি ছোট হর্ন বাজায়। এই ভাবে হর্ন বাজানোর মানে ব্রেক পাইপ সিস্টেম সেট করতে হবে। ইঞ্জিনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ট্রেন ২ টি লম্বা এবং ২টি ছোট হর্ন বাজায়। ট্রেন স্টেশনে না থামলে একটি ট্রেন একটানা হর্ন বাজায়। রেললাইন থেকে সরে যাওয়ার জন্য ট্রেন ২ বার হর্ন বাজায়। ট্র্যাক বদলানোর জন্য ট্রেন ২টি লম্বা এবং ১টি ছোট হর্ন বাজায়। ট্রেনে কোন রকম অঘটন ঘটলে ট্রেন ১টি লম্বা হর্ন এবং ২ টি ছোট হর্ন বাজায়। ট্রেনে চেন টানা হলে এই হর্ন বাজানো হয়। ট্রেন কোন বিপদে আটকে গেলে, ট্রেন ৬ বার শর্ট হর্ন বাজায়।