Bike Helmet Tips: হেলমেটের এক্সপায়ারি বুঝবেন কীভাবে?
বাইকের হেলমেটের এক্সপায়ারি ডেট হয়? হ্যাঁ, হয় কিন্তু হেলমেটে তা লেখা থাকে না। তাহলে কীভাবে বুঝবেন কখন বদলাতে হবে হেলমেট?
বাইকের হেলমেটের এক্সপায়ারি ডেট হয়? হ্যাঁ, হয় কিন্তু হেলমেটে তা লেখা থাকে না। তাহলে কীভাবে বুঝবেন কখন বদলাতে হবে হেলমেট। হেলমেট তৈরির পলিস্টাইরিন, আঠা এবং রেজিন কিছুদিন পর ঠিক থাকে না। তাই বিশেষজ্ঞরা বলেন প্রতি ৫ বছর পরপর বদলানো উচিত হেলমেট। ৫ বছর পর হেলমেটের সুরক্ষার বিষয় গুলো নষ্ট হতে থাকে। হেলমেটের ইনার লেয়ার, আউটার লেয়ার, ফ্যাব্রিক নষ্ট হলেও বদলানো উচিত হেলমেট। এছাড়াও ভাইজর আর ফেস শিল্ড খারাপ হলেও হেলমেট বদলান। হেলমেটের ভিতরে পলিস্টাইরিনের আচ্ছাদন আঘাত থেকে মাথাকে সুরক্ষিত রাখে। এই উপাদানটি নন বায়োডিগ্রেডেবল। তাই এটি নষ্ট হতেও সময় বেশি লাগে। কোনও সংঘর্ষে প্রথমেই মাথাকে বাঁচায় শক্ত আউটার লেয়ার। নরম ফ্যাব্রিক্স আর ইনার লেয়ারের প্যাডিং আঘাতের শক অ্যাবজরব করে। চালকের মাথাকে আরাম দেয়। তবে ৫ বছরে হেলমেট বদলানোর এই নিয়ম অনেকেই মানতে চান না। তাঁদের মতে এটা বিক্রি বাড়ানোর কৌশল। আদতে হেলমেট এর বেশি টেকে। তবে অবশ্যই আইএসআই মার্কযুক্ত হেলমেট পরবেন। বাইক চালানোর সময়ে হেলমেট পরা বাধ্যতামূলক শুধু ট্র্যাফিক আইনেই নয় সুরক্ষার জন্যও।